বাংলা নিউজ > বায়োস্কোপ > Shami-Hasin:প্রকাশ্যেই গালমন্দ করার জেরে চর্চায় শামির বউ হাসিন, জানেন কি তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি করেছেন?
পরবর্তী খবর
Shami-Hasin:প্রকাশ্যেই গালমন্দ করার জেরে চর্চায় শামির বউ হাসিন, জানেন কি তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি করেছেন?
1 মিনিটে পড়ুন Updated: 17 Nov 2023, 10:07 PM ISTSubhasmita Kanji
Mohammed Shami-Hasin Jahan: প্রথম বিয়ে ভেঙে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন মহম্মদ শামিকে। তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি বা হচ্ছে না। কিন্তু কে এই হাসিন জাহান? কী করতেন তিনি?
শামির সঙ্গে বারবার চর্চিত হচ্ছেন হাসিন, তাঁর বর্ণময় এই অতীতের কথা জানেন?
বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চায় উঠে এসেছেন ভারতীয় পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। মূলত তিনি যখন একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেও শামিকে শুভেচ্ছা দেবেন না। অন্যদিকে তিনি আরও দাবি করে বলেন তিনি যতই শামির ভালো না চান তবুও এটুকু চান তিনি যেন বেশিদিন ভারতীয় দলে থাকেন এতে তাঁর মেয়ের এবং তাঁর লাভ হবে। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে যিনি তিনি আসলে কে? মহম্মদ শামির স্ত্রী হওয়া ছাড়াও তাঁর আর কী পরিচয় আছে?
হাসিন জাহানের কেরিয়ার
হাসিন জাহান কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডার ছিলেন। একই সঙ্গে তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। করেছেন মডেলিংও। হাসিন জাহানকে রিয়েলিটি শো নামক একটি সিনেমায় দেখা গিয়েছিল। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় সহ পিয়া সেনগুপ্ত, কাঞ্চনা মৈত্র, ঋতব্রত ভট্টাচার্য, প্রমুখকে দেখা গিয়েছিল। ছবিটির পরিচালনা করেছিলেন বিশিখ তালুকদার। এখানে একন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন হাসিন।
তবে অভিনয় জগতে ডেবিউ করার আগে মডেলিং করতেন তিনি। এছাড়াও আইপিএলে চিয়ার লিডার হয়েও কাজ করেছিলেন তিনি।
কীভাবে আলাপ হয় হাসিন এবং শামির?
হাসিন কলকাতার মেয়ে। আইপিএলের সময়ই তাঁদের আলাপ হয়। সেই আলাপই গড়ায় প্রেমে। এরপর ২০১৪ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি মেয়েও আছে, আয়ারা। কিন্তু প্রথম বিয়ের মতোই হাসিনের দ্বিতীয় বিয়েও বেশিদিন সুখকর হয়নি। ২০১৮ সালে তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই ভারতীয় পেসারের নামে একাধিক অভিযোগ আনেন তিনি। বর্তমানে তাঁদের ডিভোর্সের কেস চলছে।