অর্জুন কাপুর, ভূমি পেডনেকর এবং রাকুল প্রীত সিং-এর ‘মেরে হাজবেন্ড কি বিবি’ সিনেমর ট্রেলার প্রকাশ্যে। দেখুন-
প্রকাশ্যে মেরে হাজব্যান্ড কি বিবি ট্রেলার।
হাসাহাসি করা এবং নিজেকে নিজে রোস্ট করা মোটেও সহজ কাজ নয়। তবে যারা এটি করতে শেখে তারা কমেডিতে দক্ষতা অর্জন করতে পারে। মুদাসসর আজিজের পরিচালনায় 'মেরে হাজবেন্ড কি বিবি'-র ট্রেলার দেখার পর এটা বলা যায় যে অর্জুন কাপুর এবং তাঁর সহ-অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রাকুল প্রীত সিং আপনাকে নিয়ে যাবে রোলার কোস্টার রাইডে। আর অবশ্যই তা হাসির। অনেকেই ভেবেছিলেন বুঝি বা পতি পত্নী অউর ওহ (২০১৯) ছবির মিল থাকবে, আর সেই ক্রিকোণ প্রেমের ক্লিশে স্ক্রিপ্ট হবে। তবে সব ভুল ভেঙে দিল মেরে হাজব্যান্ড কি বিবি-র ট্রেলার।
তিন মিনিট এগারো সেকেন্ডের ট্রেলারটি ৩ জন অভিনেতার একটি হাস্যকর পরিচয় দিয়ে শুরু হয় - ভূমিকে প্রাক্তন-পত্নী, রাকুলকে হবু-পত্নী, আর অর্জুন কাপুরকে বর-এর চরিত্রে দেখা গিয়েছে। ডিভোর্স হয়ে যায় অর্জুন আর ভূমির। এদিকে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া রোগীতে ৫ বছরের স্মৃতি ভুলে গেছেন ভূমি। শুধু মনে আছে, অর্জুনের প্রপোজ করার কথা। আর এটাই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ অর্জুন এখন রাকুলকে বিয়ে করতে চলেছেন।
সঙ্গে কমেন্টে প্রশংসা করা হয়েছে 'মেরে হাজব্যান্ড কি বিবি'র ট্রেলারের ইন্ট্রোরও। যেখানে বলা হচ্ছে, ‘আপনি যদি প্রাক্তন আর বর্তমানের মধ্যে ফেঁসে যান, তহলে গোটা দুনিয়া আপনাকে নিয়ে হাসবে।’ আর ভূমির জন্য বলা হচ্ছে, ‘যে শুধুমাত্র কমার্শিয়াল সিনেমাতে শুধু মাত্র বউ হয়েছে।’ আর রকুলের জন্য, ‘শুধুমাত্র সেক্সি হিরোইন’। এমনকী, অর্জুন কাপুরের এক্সপ্রেশন নিয়েও করা হয়েছে খিল্লি। অর্থাৎ, সব মিলিয়ে হাসতে হাসতে পেট ফাটাবেই এই সিনেমা। এখন শুধু হলে আসার অপেক্ষা।