অভিনেতা লব সিনহা অবশেষে মুখ খুললেন যে তিনি কেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়েতে হাজির থাকেননি। তিনি ভাই হয়েও এই বিয়েতে না থাকায় অনেক প্রশ্ন উঠেছিল, চলেছিল চর্চা। এবার নিজেই সমস্ত জল্পনার উত্তর দিলেন লব। জানালেন তিনি কিছু মানুষের মুখোমুখি হতে চান না বলেই এই বিয়েতে অংশ নেননি। প্রসঙ্গত গত ২৩ জুন সাতপাকে বাঁধা পড়েছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল।
আরও পড়ুন: সাহেবের নামে ফেক অ্যাকাউন্ট খুলে ছড়ানো হচ্ছে ভুয়ো তথ্য! 'এভি' বললেন, 'আমি তো এসবের...'
কী লিখেছেন লব?
লব এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে দিদি সোনাক্ষীর শ্বশুরকে নিয়ে লেখা একটি সংবাদের টুকরো শেয়ার করেন। সেখানে টেলিগ্রাফের একটি রিপোর্ট দেখা যাচ্ছে যা জাহিরের বাবাকে নিয়ে লেখা। সেই রিপোর্টে জানানো হয়েছে জাহিরের বাবার সঙ্গে একজন রাজনৈতিক নেতার ঘনিষ্ট যোগাযোগ আছে।
এই পোস্টটি শেয়ার করে লব লেখেন, 'কারণগুলো খুবই স্পষ্ট যে কারণে আমি এই বিয়ে বাড়িতে উপস্থিত থাকিনি। কারণ যাই হয়ে যাক আমি কিছু মানুষের মুখোমুখি হতে চাই না। আমি খুশি যে মিডিয়ার সদস্যরা যথেষ্ট রিসার্চ করেছেন PR টিমের ক্রিয়েটিভ স্টোরির বাইরে গিয়ে এবং সত্য প্রকাশ্যে এনেছেন।'
সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল ২৩ জুন আইনি মতে বিয়ে করেন। সেদিন রাতেই একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন তাঁরা। সেখানে মেয়ের পাশে সবসময় শত্রুঘ্ন সিনহাকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'পঞ্চায়েত'-এর প্রসঙ্গ টেনে ইলেকশন কমিশনকে তুলোধনা RJD সাংসদ মনোজ কুমার ঝার, বললেন, 'এর থেকে তো...'
আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর ৭০ লাখ ফেরত দিতে চাইলেন ঋতুপর্ণা! কী বলছে তদন্তকারী অফিসাররা?
দুই পরিবারকে নিয়ে ডিনারে জাহির এবং সোনাক্ষী
সেদিন ডিনারে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের সঙ্গে তাঁদের পরিবারের লোকজন এবং কিছু বন্ধুবান্ধবকে দেখা যায়। হীরামান্ডি খ্যাত অভিনেত্রী পরেছিলেন গোলাপি রঙের একটি পোশাক। অন্যদিকে জাহির ইকবাল সাদা শার্ট এবং প্যান্ট পরেছিলেন।
রেস্তোরাঁয় গিয়েও শ্বশুরকে এদিন প্রণাম করেন সোনাক্ষী সিনহা। এদিন অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহা না থাকলেও মা পুনম সিনহা হাজির ছিলেন। তাঁদের এদিনের ডিনার ডেটের একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনু রঞ্জন এদিন একাধিক ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁদের একটি ছবিতে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। একটি ছবিতে টিম ব্রাইড এবং আরেকটিতে টিম গ্রুম লিখে তিনি সেটা শেয়ার করেন।