বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা। একতা কাপুরের 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকের দৌলতে বেশ পরিচিত মুখ ছিলেন আশা। এছাড়াও একাধিক টেলি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। জানা যাচ্ছে রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেই কারণটি এখনও স্পষ্ট নয়।
সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন ((CINTAA) অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা তাদের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেন। আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছে। আশা শর্মাকে শেষ দেখা গিয়েছিল প্রভাস এবং কৃতি স্যাননের ‘আদিপুরুষ’ ছবিতে। পৌরাণিক ছবি শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন আশা শর্মা।
আশা শর্মা ‘কুমকুম ভাগ্য’ ছাড়াও 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা' এবং 'এক অর মহাভারত'-এর মতো টিভি শোতে অভিনয় করেছেন। প্রায় ৪০ বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
এছাড়াও 'মুঝে কুছ কেহনা হ্যায়', 'পেয়ার তো হোনা হি থা' এবং 'হাম তুমহারে হ্যায় সনাম' সহ বহু ছবিতেও অভিনয় করেছেন আশা শর্মা। ধর্মেন্দ্র-হেমা মালিনী অভিনীত 'দো দিশায়েঁ' ছবিতে অভিনয় করেছিলেন আশা দেবী। অভিনেত্রী পূজা গোর, যিনি 'প্রতিজ্ঞা'য় আশা শর্মার সঙ্গে অভিনয় করেছেন তিনি, টাইমস নাউকে বলেন, ‘আশা শর্মা একজন চমৎকার মানুষ ছিলেন। তাঁর থেকে আমরা অনেক ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি। তিনি আমার ঠাকুমার ভূমিকায় অভিনয় করেন। আমি তাঁর সুন্দর আত্মার শান্তি কামনা করি।’