‘দো পাত্তি’র ‘আখিয়ান দে কোল’-গানে হট অবতারের দেখা গিয়েছে কৃতিকে। তবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নকল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কৃতি শ্যানন-ঐশ্বর্য রাই বচ্চন
ছবির নাম ‘দো পাত্তি’। আর এই ছবির জন্যই প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন। ছবিতে একদিকে তাঁকে মিষ্টি, ছিমছাম সৌম্যার চরিত্রে দেখা যাবে, অন্যদিকে তাঁকেই আবার সৌম্যার বোন শৈলীর চরিত্রে 'সেক্সি' ও বোল্ড লুকে দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির 'আঁখিয়া দো কোল' গানটি। যেখানে লাল রঙের ল্যাটেক্স ক্যাটস্যুটে 'হট' লুকে নাচতে দেখা গিয়েছে কৃতিকে।
কৃতির এই নাচে মন মজেছে নেটপাড়ায় একাংশের। আবার কেউ কেউ এই নাচের কিছু স্টেপে ঐশ্বর্য রাই বচ্চনকে নকল করার অভিযোগ তুলেছেন। কৃতির এমন নাচ দেখে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোলিং।