করণ জোহর নিজের কাজের জন্য পরিচিত গোটা বিশ্বের কাছে। কিন্তু বাড়িতে তাঁর সন্তান যশ এবং রুহি এখনও স্পষ্ট বোঝে না বাবা জীবিকার জন্য কী করেন। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে চলচ্চিত্র নির্মাতা নিজেই এই স্বীকারোক্তি করেছিলেন।
নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া এই শোয়ের দ্বিতীয় সিজনের প্রথম পর্বে জিগরা অভিনেতা আলিয়া ভাট, বেদাং রায়না এবং পরিচালক ভাসান বালার সঙ্গে দেখা গিয়েছিল করণকে।
উপস্থাপক কপিল শর্মার সঙ্গে কথোপকথনের সময় করণ তার বাচ্চাদের নিয়ে, নিজের বাবা হওয়ার জার্নি নিয়ে একাধিক জিনিস তুলে ধরেন।
আরও পড়ুন:
‘তারা জানে না আমি কী করি। আমি তাদের বলেছি যে আমি একজন পরিচালক। তারা আবার আমাকে জিজ্ঞাসা করে যে, পরিচালক তো ক্যামেরার পিছনে থাকেন... কারণ তারা আমাকে টেলিভিশনেও দেখে।’
করণ আরও বলেন, ‘একবার একজন তাদের জিজ্ঞাসা করেছিল, 'তোমার বাবা কী করেন', এবং তারা বলেছিল 'আমরা খুব বিভ্রান্ত। আমরা জানি না সে কী করে'। তারা সত্যিই জানে না।’
করণ জানিয়েছেন, বাড়িতে কস্টিউম ডিজাইনারের সঙ্গে মেকআপ করে, তাঁকে পোশাক বদলাতে দেখলে মজা পায় তাঁর সন্তানেরা। ‘ওরা ভাবতে থাকে যে কী ঘটছে’, নিজের বক্তব্যে যোগ করেন করণ জোহর।
মাঝে মাঝেই দেখা যায় (করণের শেয়ার করা ভিডিয়োতে) বাবার পোশাক নিয়ে হয়তো মস্করা করছে দুই ভাই-বোন। এই নিয়ে কপিল যখন প্রশ্ন করেন, তখন রকি অউর রানি কি প্রম কাহানি পরিচালকের কাছ থেকে জবাব আসে, ‘তারা আমার সবচেয়ে বড় ট্রোল... সুতরাং, আমার সন্তান থাকতে আমি কেন অন্যকে ভয় পাব’।
ট্রোলিং নিয়ে জেরবার করণ জোহর। বিশেষ করে ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরিচালক-প্রযোজককে শুধু নয়, নানা কথা শুনতে হয়েছিল ছোট দুই সন্তান, বয়স্কা মা-কেও। সেই সময় নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েও নিয়েছিলেন তিনি। এখনও তিনি কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই, ধেয়ে আসে ‘সমকামী’ কটাক্ষ।
কপিলের শো-তেই করণ জোহরকে বলতে শোনা যায়, ‘এখন আমি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে শুরু করেছি। আমি আমার সন্তানদের জন্য তাদের ভবিষ্যতের জন্য একটা মসৃণ রাস্তা তৈরি করব কী করে, সবসময় সেটাই ভাবি। দ্বিতীয়ত, আমি ওদের সব মায়েদের সঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। যশ ও রুহি বিভিন্ন ডিভিশনে রয়েছে। তাই আমি প্রতিদিন ৬০ জন মায়ের সঙ্গে যোগাযোগ করি।’
ছেলেমেয়েদের কাছে তিনিই বাবা, তিনিই মা! ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে তার ছেলে যশ এবং মেয়ে রুহিকে স্বাগত জানিয়েছিলেন। তিনি তার বাবা প্রয়াত যশ জোহরের নামে ছেলের নাম রেখেছিলেন, যখন রুহি তার মায়ের নাম হিরুর একটি অ্যানাগ্রাম।
করণ জোহর বর্তমানে আলিয়া ভাটের সাঙ্গে সহ-প্রযোজক হিসেবে জিগরা আনছেন। এক ভাই-বোনের গল্প নিয়ে তৈরি এই ছবি। এতে আরও অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না।
এ ছাড়া নেটফ্লিক্সের জন্য বহুল প্রতীক্ষিত একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। তাঁর পরিচালনায় শেষ কাজও ছিল আলিয়া ভাটের সঙ্গেই। তাতে নায়ক হিসেবেছিলেন রণবীর সিং। সিনেমার নাম রকি অফর রানি কি প্রেম কাহানি। যা ২০২৩-এর অন্যতম বড় হিটগুলির মধ্যে ছিল অন্যতম।