1 মিনিটে পড়ুন Updated: 03 Nov 2023, 09:52 AM ISTRanita Goswami
দ্বারকা ভ্রমণের বেশকিছু ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে নৌকা ভ্রমণে দেখা গেল 'কুইন'কে। নৌকায় বসে উদ্বিগ্ন মুখে, গালে হাত রেখে জলের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল তাঁকে। এদিন কঙ্গনার পরনে ছিল অফ হোয়াইট রঙের শাড়ি। মন্দিরে ঢুকে শ্রীকৃষ্ণের দর্শন করার ছবিও দিয়েছেন তিনি। সব শেষে লিখেছেন 'হরে কৃষ্ণ'।
কঙ্গনা রানাওয়াত
গত ৮ বছরে একের পর এক ছবি ফ্লপ। আর এবার কঙ্গনার'তেজস'ও মুখ থুবড়ে পড়েছে। আর তাই কঙ্গনার হতাশা আসাটাই তো স্বাভাবিক। আর এই হতাশার কথা এবার অকপটে বলেই ফেললেন কঙ্গনা। 'কুইন'-এর পোস্টেই ধরা পড়ল সেকথা।
একের পর এক ফ্লপ, মানসিক অশান্তিতে রয়েছেন। আর তাই মানসিক শান্তি পেতেই গুজরাটের শ্রী দ্বারকাধীশ মন্দিরে ছুটে গেলেন কঙ্গনা। সেকথা প্রসঙ্গেই কঙ্গনা X-(টুইটার)এ লিখেছেন, ‘বেশকিছুদিন ধরেই মন অশান্ত রয়েছে। তখনই আমার মনে হয়েছিল দ্বারকাধীশের দর্শন, শ্রী কৃষ্ণের এই দিব্য নগরী দ্বারকায় আসি। এখানে আসার সঙ্গে সঙ্গেই এখানকার ধুলো দেখে মনে হল যেন আমার সমস্ত দুশ্চিন্তা আমার পায়ের কাছে ভেঙ্গে পড়ে গেল। আমার মন স্থির হয়ে গেল এবং আমি অসীম আনন্দ অনুভব করলাম। হে দ্বারকার ভগবান, তোমার আশীর্বাদ এভাবেই আমার সঙ্গে রাখো।’
দ্বারকা ভ্রমণের বেশকিছু ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে নৌকা ভ্রমণে দেখা গেল 'কুইন'কে। নৌকায় বসে উদ্বিগ্ন মুখে, গালে হাত রেখে জলের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল তাঁকে। এদিন কঙ্গনার পরনে ছিল অফ হোয়াইট রঙের শাড়ি। গলায় চোকার, কানে দুল আর কপালে টিপ, হালকা সাজেই দেখা গেল অভিনেত্রীকে। মন্দিরে ঢুকে শ্রীকৃষ্ণের দর্শন করার ছবিও দিয়েছেন তিনি। সব শেষে লিখেছেন 'হরে কৃষ্ণ'।