জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। কিন্তু টিআরপিতে তেমন ভাবেই প্রভাব দেখাতে পারছে না তিন বোনের এই গল্প। স্লট বদলে, রাই অনির্বাণের জীবনে লাগাতার টুইস্ট এনেও কাজের কাজ হচ্ছে না। তবে কি এবার শেষ হচ্ছে এই ধারাবাহিকের সফর? তুঙ্গে জল্পনা। কিন্তু সেটা কি আদৌ সত্য?
আরও পড়ুন: স্ত্রী ২ থেকে অ্যানিম্যাল, জওয়ান সবাইকে ছাপিয়ে এগিয়ে গেল ছাবা! ১৯ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
থামছে মিঠিঝোরার সফর?
টলি পাড়ার অন্দরে গুঞ্জন শীঘ্রই নাকি শেষ হতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকের সফর। তবে এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কিছুই ঘোষণা করা হয়নি। ফলে এই জল্পনা কতটা সত্য সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে অবশেষে জমে উঠেছে রাই এবং অনির্বাণের প্রেম। সদ্যই প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে রাই এবং অনির্বাণের সন্তান আসছে, সেই সুখবর বরকে দিয়েছে নায়িকা। এখন প্রশ্ন, এমন অবস্থায় যদি এই মেগা সত্যিই শেষ হয় তবে কি রাই অনির্বাণের প্রেম, মিষ্টি পরিণতি দেখিয়েই শেষ হবে এই সিরিয়াল? সেটার জবাব সময়ই দেবে।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এখন টিআরপিতে হালে পানি না পেলেও যেখানে আজকাল হামেশাই ৩-৪ মাসে সিরিয়াল বন্ধ হতে দেখা যায় সেখানে কিন্তু মিঠিঝোরা দেখতে দেখতে দেড় বছর পার করে ফেলেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে পথচলা শুরু হয়েছে এক সিরিয়ালের।
অন্যদিকে জি বাংলায় এখন পরপর একাধিক ধারাবাহিক বন্ধ হচ্ছে, নতুন তিন তিনটি মেগা আসছে। সদ্যই শুরু হয়েছে মানালি মনীষা দের দুগ্গামণি ও বাঘ মামা। আগামী ১০ মার্চ থেকে আসছে তুই আমার হিরো এবং চিরদিনই তুমি যে আমার। শেষ হচ্ছে নিম ফুলের মধু। থামল মালাবদল ধারাবাহিকের সফরও। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে মিঠিঝোরার জন্য কী অপেক্ষারত সেটা সময়ই জবাব দেবে।
আরও পড়ুন: সা রে গা মা পা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে সৌরভ, বরাত জোরে পেলেন রক্ষা! কী ঘটেছে মহারাজের সঙ্গে?