বাংলা নিউজ > বায়োস্কোপ > Devoleena Bhattacharjee: ভিন ধর্মে বিয়ে করেছেন, দেবলীনা কি মা হতে চলেছেন? হবু সন্তানের ধর্ম নিয়েও অশালীন আক্রমণ…
পরবর্তী খবর
২০২২-এর ১৪ ডিসেম্বর, নিজের জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে বিয়ে করেছিলেন ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য। স্পেশাল ম্য়ারেজ অ্যাক্টে বিয়ে করেছিলেন তাঁরা। তারপর থেকে সুখেই ঘরকন্যা করছেন অভিনেত্রী। সম্প্রতি বলিপাড়ায় জোর গুঞ্জন মা হতে চলেছেন দেবলীনা ভট্টাচার্য।
হঠাৎ কেন দেবলীনা ভট্টাচার্যের মা হওয়ার গুঞ্জন?
সম্প্রতি দেবলীনা সোশ্যাল মিডিয়ায় সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাঁকে লম্বা গাউনে দেখা যায়। সেই ছবি পোস্ট করে দেবলীনা ক্যাপশানে লিখেছিলেন, ‘Embracing the journey, one step at a time. #AdventureAwaits’ অর্থাৎ যার এই যাত্রাকে আলিঙ্গন করা সময়ের এক ধাপ। হ্যাজট্যাগে লেখেন, ‘অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে’। আর দেবলীনার এই পোস্টেই নেটিজেনরা অনুমান করতে শুর করেন যে তিনি মা হতে চলেছেন।