২১ বছরের দাম্পত্য জীবন পরিচালক-কোরিওগ্রাফার রেমো ডিসুজা এবং স্ত্রী লিজেলের। বর্তমানে মুম্বইয়ের এই বাড়িতে সংসার দুজনের। এই ঘরের সঙ্গে জড়িয়ে রয়েছে রেমো-লিজেলের জীবনের একাধিক স্মৃতি। এই ঘরেই পূরণ হয়েছে রেমোর একাধিক স্বপ্ন।
অফ স্টেজে কেমন রেমো? ‘হোয়্যার দ্য় হার্ট ইজ’-এ মেলে ধরেছেন নিজেদের স্বপ্নের বাড়ির ঝলক। বিগত তিন বছর ধরে এই বাড়িতে থাকছেন দম্পতি। বাড়িতে সবথেকে বেশি পুল গেম খেলে সময় কাটান রেমো। শেয়ার করেছেন নিজের গেমিং জোন-এর ঝলক। তাঁর বাড়ির রঙে রয়েছে ওয়ার্ম টোন। কিং সাইজ বেডরুমের অন্দর ঘুরিয়ে দেখিয়েছেন লিজেল।
বাড়িতে নিজের ব্যক্তিগত একটি ঘর রয়েছে রেমোর। সেখানে নিজের পরিচালক সত্ত্বাকে আরও ক্ষুরধার করার জন্য়, স্ক্রিপ্টের সঙ্গে সময় কাটাতে, মূলত অফিসিয়াল কাজ সেই ঘরে বসে সারেন পরিচালক রেমো। ওই ঘরের সঙ্গে জুড়ে রয়েছে ব্যলকনি। সেখান থেকে মুম্বই শহরের টুকরো ঝলক বহুতলের উপর থেকে দেখা যায়।
সব সুখের মাঝেও যে দুঃখ থাকে। ২০২০ সালের ডিসেম্বরে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রেমো। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। সে বিষয়ও ভিডিয়োতে বলতে দেখা গিয়েছেন লিজেলকে। বন্ধুরা নাকি একসময় এই বাড়িকে তাঁদের জন্য অমঙ্গলজনক বলেছিলেন। সেই নিয়েও অকপট রেমো পত্নী।
একজন কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো। F.A.L.T.U, ABCD: Any Body Can Dance, A Flying Jatt এবং Street Dancer 3D-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।