গায়ক গুরু রণধাওয়া, যিনি একাধিক হিট পাঞ্জাবি গান উপহার দিয়েছেন শ্রোতাদের। একটি আঞ্চলিক ভাষা হওয়া সত্ত্বেও পাঞ্জাবি গানকে বিশ্বের দরবারে তিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন এই গায়ক। এবার রাজ্যের প্রতিটি স্কুলে পাঞ্জাবি ভাষা বাধ্যতামূলক করার ঘটনায় বেজায় খুশি গুরু রণধাওয়া। আঞ্চলিক ভাষার গুরুত্ব যে কী, সেটাও জানাতে ভোলেননি গায়ক।
বুধবার রাতে X হ্যান্ডেলে পাঞ্জাবি গায়ক পঞ্জাবের প্রত্যেক স্কুলে পাঞ্জাবি ভাষাকে বাধ্যতামূলক করার পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন। তিনি লেখেন, পঞ্জাবে অধ্যায়নরত প্রত্যেক শিক্ষার্থীর পাঞ্জাবি ভাষা জানা আবশ্যক, বোর্ড যাই হোক না কেন। এই ভাষা আমাদের গর্ব, আমাদের মা।
আরও পড়ুন: ‘আমরা দুজনে একজন মহিলাকেই ভালোবাসতাম…,’ রাজামৌলির বিরুদ্ধে 'শেষ চিঠি’তে বিস্ফোরক অভিযোগ বন্ধুর
আরও পড়ুন: শিবলিঙ্গ জড়িয়ে ধরতেই শুরু বিতর্ক, ‘হিন্দু ধর্মকে অপমান’! কড়া জবাব দিয়ে কী বললেন অক্ষয়?
‘নাচ মেরি রানি’ খ্যাত গায়ক বলেন, আমরা প্রত্যেক ভাষাকে সম্মান করি কিন্তু নিজের আঞ্চলিক ভাষাকে সম্মান করা আবশ্যক। পাঞ্জাবি ভাষা আমার সংস্কৃতি , আমার শিকড়। আমার গোটা অস্তিত্বই আমার ভাষাকে ঘিরে তৈরি। আমি গর্বিত আমি গ্রামবাসী, আমি পাঞ্জাবি হিসেবে গর্বিত এবং আমি একজন গর্বিত ভারতবাসী।
প্রসঙ্গত, বুধবার পাঞ্জাব সরকার শিক্ষা বোর্ড নির্বিশেষে রাজ্যের সমস্ত স্কুলে একটি প্রধান ভাষা এবং বাধ্যতামূলক ভাষা হিসাবে পাঞ্জাবি ভাষা পড়ানো বাধ্যতামূলক করেছে। নতুন নির্দেশ অনুযায়ী, পাঞ্জাবের সমস্ত স্কুল তা পাঞ্জাবি স্কুল-শিক্ষা বোর্ড হোক বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন হোক না কেন, সমস্ত বোর্ডকে তাদের পাঠক্রমে পাঞ্জাবি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে।
আরও পড়ুন: সময়টা ভালো যাচ্ছে না! বাবা ICU-তে, মহাকুম্ভ থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন নীলাঞ্জনা
আরও পড়ুন: উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'প্রথম মহিলাকে..'
এই প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পঞ্জাবে শিক্ষামন্ত্রী বলেন, AAP - এর নেতৃত্বাধীন রাজ্য সরকার অবিলম্বে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে রাজ্যের যে কোনও শিক্ষা বোর্ডের অধীনে দশম শ্রেণী পর্যন্ত পাঞ্জাবি ভাষাকে প্রধান বিষয় হিসাবে রাখা হবে।