গত ২৩শে অক্টোবর অন্যতম প্রযোজক গোল্ডি বেহেল ইন্টারন্যাশনাল গেম শো ‘বাই ইট নাউ’-এর ভারতীয় রূপ দিতে চলেছেন। ‘বাই ইট নাউ’ (Buy It Now) শোটি মূলত আকর্ষণীয় বিষয়বস্তু এবং নতুন নতুন আইডিয়ার জন্য পরিচিত। এবার এই শোটিকে ভারতে নিয়ে এলেন গোল্ডি বেহেল।
গোল্ডি বেহেল আসলে সোনালী বেন্দ্রের স্বামী হন, একই সঙ্গে প্রযোজকও। গোল্ডি তাঁর রোজ অডিয়ো ভিজ্যুয়ালের মাধ্যমে এই শোটি প্রযোজনা করতে চলেছেন। এটি ভারতের নতুন উদ্ভাবকদের জন্য শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম হতে চলেছে তা নয়, এটি সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তাকেও আলোকিত করবে বলেই জানা গিয়েছে।
(আরও পড়ুন: ইন্দ্রদীপের ছবিতে ফের শুভশ্রী! জুটি বাঁধলেন কার সঙ্গে?)
অনুষ্ঠানটির কিছু পরিবর্তন করা হলেও এর মূল উপাদানগুলিকে পরিবর্তিত করা হয়নি। প্রতিযোগিতার ওপর চাপ সৃষ্টি, ভালো স্পিচ দেওয়ার ক্ষমতা এবং সর্বোপরি ইউনিক গল্প বলার স্টাইলকে প্রাধান্য দেওয়া হবে এখানে। প্রতিযোগীদের ৯০ সেকেন্ডের মধ্যে নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে হবে সকলের সামনে।
রোজ অডিয়ো ভিজ্যুয়ালের সিওও মিতেশ প্যাটেল জানিয়েছেন, এই অনুষ্ঠানটির মাধ্যমে প্রাথমিকভাবে কল্পকাহিনী এবং স্ক্রিপ্ট বিষয়বস্তুর ওপর ফোকাস করা হচ্ছে। ভারতীয়দের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে আর তাই এই অনুষ্ঠানটি প্রযোজনা করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে।
(আরও পড়ুন: K3G-র আইকনিক হেলিকপ্টারের দৃশ্য না-পসন্দ ছিল শাহরুখের, দায়ী নাকি জয়া বচ্চন!)
Buy It Now অনুষ্ঠানটি মূলত All 3 Media-এর অংশ ও স্টুডিও ল্যাম্বার্ট দ্বারা পরিচালিত। All 3 Media বেশ কিছু বিখ্যাত শো যেমন স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ এবং মনস্তাত্ত্বিক অ্যাডভেঞ্চার শো, দ্য ট্রেইটারস-এর মতো শোগুলি এই স্টুডিওয় শুট করেছিল।
রোজ অডিয়ো ভিজ্যুয়াল এবং অল থ্রি মিডিয়া ইন্টারন্যাশনালের মধ্যে এই অংশীদারত্ব আগামী দিনে ভারতীয় টেলিভিশনে একটি উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি করতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে রোজ অডিয়ো ভিজ্যুয়াল রোজ পডের সঙ্গে অডিয়ো গল্প এবং পডকাস্ট শোয়ের প্রযোজনা করেছিল।