বাংলা নিউজ > বায়োস্কোপ > Fact Check on Gadar 2 screening at Rashtrapati Bhavan: ‘গদর ২’ কি দেখতে চেয়েছেন রাষ্ট্রপতি? সত্যিটা কী জানা গেল
পরবর্তী খবর
Fact Check on Gadar 2 screening at Rashtrapati Bhavan: ‘গদর ২’ কি দেখতে চেয়েছেন রাষ্ট্রপতি? সত্যিটা কী জানা গেল
1 মিনিটে পড়ুন Updated: 13 Aug 2023, 09:18 PM ISTSuman Roy
Gadar 2: হালে বেশ কয়েকটি জায়গায় দাবি করা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি ‘গদর ২’ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কতটা সত্যি এই কথাটা?
সত্যি কি ‘গদর ২’ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি?
রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে ‘গদর ২’। এই কথা ক’দিন ধরেই শোনা যাচ্ছিল। এর পাশাপাশি বেশ রিপোর্টে দাবি করা হয়েছিল, রাষ্ট্রপতি মুর্মু ব্যক্তিগত ভাবে এই ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কথাটি কি সত্যি? কী বলছে হালের রিপোর্ট?
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গদর’ ছবির সিক্যুয়েল। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত এই ছবি এখন আলোচনার কেন্দ্রে। তার মধ্যে একটি খবর এই ছবিটির সাফল্যে একটি পালক হয়ে উঠেছিল। সেটি হল খোদ রাষ্ট্রপতি নাকি এই ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং তাঁর অনুরোধেই নাকি এই ছবিটি রাষ্ট্রপতি ভবনে দেখানো হচ্ছে। কিন্তু কথাটি কি ঠিক?
এই খবর ছড়িয়ে পড়ার পড়ে Press Information Bureau's (PIB)-র তরফে তার সত্যতা সম্পর্কে জানানো হয়েছে। বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবনে এই ছবি দেখানো হবে ঠিকই, কিন্তু রাষ্ট্রপতি এই ছবি দেখার কোনও ইচ্ছা প্রকাশ করেননি। Press Information Bureau's (PIB)-র তরফে বলা হয়েছে, আসলে রাষ্ট্রপতি ভবনে এমন ছবির স্ক্রিনিং রুটিন মাফিক হয়। তার সঙ্গে রাষ্ট্রপতির চাওয়ার কোনও সম্পর্ক নেই। এক্ষেত্রেও রাষ্ট্রপতি আলাদা করে কিছু চাননি। এবং ‘গদর ২’-এর যে স্ক্রিনিং হবে, সেখানে রাষ্ট্রপতির থাকার কোনও কথাও নেই।
অন্যদিকে, ইতিমধ্যেই বড়পর্দায় ম্যাজিক দেখাচ্ছে ‘গদর ২’। দেশভাগের প্রেক্ষাপটে তারা-সাকিনার প্রেমের গল্প উঠে এসেছিল ‘গদর’-এ। ছবির দ্বিতীয়ভাগে ধরা পড়েছে এই জুটির পুত্র জিতে ওরফে চরণজিৎ-এর (উৎকর্ষ শর্মা) প্রেম কাহিনি। পরিচালক অনিল শর্মার ছেলে ‘গদর’-এ সানি-অমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিকুয়েলে হিরোর চরিত্রে রয়েছেন তিনি। এইবার স্ত্রী নয়, ছেলেকে ফেরাতে পাকিস্তান গেলেন সানি। বাবা-ছেলের সম্পর্ক এই ছবির অনেকটা জুড়ে রয়েছে। উৎকর্ষের নায়িকার চরিত্রে রয়েছেন সিমরত কৌর।