'ম্য়ায় নিকলা গাড্ডি লেকে' গানটি শুনেছেন নিশ্চয়? হ্য়াঁ, ২০০১-এ 'গদর'-এর সেই গানের কথাই বলছিলাম। যেটি কিনা গেয়েছিলেন উদিত নারায়ণ। ফের একবার শোনা যাবে সেই গান, তবে এবার একটু অন্যভাবে। নতুন ভাবে এই গান 'গদর-২'-এর জন্য তৈরি করা হয়েছে। যেটি কিনা অনিল শর্মার ২০০১ সালের ব্লকবাস্টার ক্রস-বর্ডার রোম্যান্স 'গদর'-এর সিক্যুয়েল। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে 'ম্য়ায় নিকলা গাড্ডি লেকে-এর নতুন গানটি।
নতুন গানটিতে সানি দেওল, উৎকর্ষ শর্মা এবং আমিশা প্যাটেলকে নতুন গানে ঠাট্টা করতে নাচতে দেখা গিয়েছে। উৎকর্ষ শর্মা এই ছবি সানি -আমিশার ছেলে জিতের চরিত্রে অভিনয় করেছেন। গানটি জি মিউজিকের তরফে প্রকাশ্যে এনে লেখা হয়েছে, ‘সব ফাটাক, সব সিগন্যাল ইয়ে লগ তোড় আয়ে.…মে নিকলা গাদ্দিলেকে বেরিয়েছে, এখনই টিউন করুন। গদর ২ আ রাহি হ্যায় বাদে পরদে পার (আগুন ইমোজি) আগ লাগানে ইস স্বাধীনতা দিবস মে! ১১ আগস্ট থেকে সিনেমা হলে দেখা যাবে।’
আরও পড়ুন-‘আমার আলমারিতে একটাও দামি ডিজাইনার পোশাক নেই’! বলছেন সারা, শুনে নেটপাড়া বলছে…
আরও পড়ুন-'এখনও এত্ত ভালোবাসেন!' আবেগে কেঁদে ফেললেন ৬৫ বছরের সানি, জল মুছলেন আমিশা
গদর-২ জন্য ‘ম্য়ায় নিকলা গাড্ডি লেকে’ গেয়েছেন উদিত নারায়ণ, তাঁর ছেলে আদিত্য নারায়ণ এবং মিথুন। গানটি রিক্রিয়েট করেছেন ও সাজিয়েছেন মিথুন। গানটির কথা লিখেছেন আনন্দ বক্সী।
রইল পুরনো গানের লিঙ্কটিও কোনটা বেশি পছন্দ, নিজেই বেছে নিন…
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে গদর-২ ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলতে দেখা যায় সানি দেওলকে। ট্রেলার লঞ্চে সানি দেওল ও আমিশা প্যাটেল দুজনেই ছিলেন। তাঁদের জুটিকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা, আর তখন আবেগতাড়িত হয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলেন অভিনেতা। তাঁর চোখের জল মুছিয়ে দেন আমিশা প্যাটেল। পর্দার পর্দার তারা সিং (সানি দেওল) আর সাকিনা (আমিশা প্যাটেল)-এর এই আবেগঘন মুহূর্তটি লেন্সবন্দি করে পাপারাৎজি।
এদিকে আবার ছবির ট্রেলারে দেখা গিয়েছে সানির 'ঢাই কিলো'র হাতের ম্যাজিক। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে একা লড়াইয়ের অসাধ্য সাধনের বেশ কিছু দৃশ্য উঠে এসেছে ছবির ট্রেলারে। সঙ্গে উপরি পাওনা সানির মারকাটারি সংলাপ।