আর্জেন্তিনা এবং ফ্রান্সের মহাযুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। গোটা পৃথিবীর নজর এখন কাতারের লুসেল স্টেডিয়ামের দিকে। ফাইনাল শুরুর আগে আনা হয় বিশ্বকাপের ট্রফি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকের ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে।
১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর আরও একবার বিশ্বকাপ জয় করতে পারবে কি আর্জেন্তিনা? নাকি গতবারের অর্থাৎ ২০১৮ সালের বিজয়ী দল ফ্রান্স আরও একবার কাপ দেশে নিয়ে যাবে? সকলেই এখন মাঠের দিকে তাকিয়ে।বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ২৩ মিনিটে এক গোল ইতিমধ্যেই করে ফেলেছেন লিওনেল মেসি। ৩৬ মিনিটে আরও একটি গোল করেন অ্যাঞ্জেল দি মারিয়া।
ফিফা বিশ্বকাপের এই ট্রফির ওজন হয় ৬.১৭৫ কেজি। এটি ১৮ ক্যারেটের সোনা এবং ম্যালাশিট দিয়ে তৈরি করা হয়ে থাকে। এই ট্রফি খুব কম সংখ্যক মানুষেরই ধরার অধিকার রয়েছে। যার মধ্যে হয় প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়করা ধরতে পারেন। আসল ট্রফি ফিফার অধীনেই থাকবে, যে দল বিশ্বকাপ জেতে তাদের সাময়িকভাবে সেই ট্রফি দেওয়া হয়ে থাকে। একটা রেপ্লিকা ট্রফি সেই দলকে দেওয়া হয় যা গোল্ড প্লেটেড হয়ে থাকে এবং সেখানে সাল লেখা থাকে, সঙ্গে কোন দেশে সেই বছরের খেলা অনুষ্ঠিত হয়েছিল সেটা লেখা থাকে। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপর বোঝা যাবে কোন দেশে এবছর বিশ্বকাপের ট্রফি যাচ্ছে।