বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Soumitrisha Kundu: 'দেবদার ছবি একসময় ডায়েরিতে সাঁটতাম....', প্রধান মুক্তির আগেই আবেগঘন সৌমিতৃষা
পরবর্তী খবর
Exclusive Soumitrisha Kundu: 'দেবদার ছবি একসময় ডায়েরিতে সাঁটতাম....', প্রধান মুক্তির আগেই আবেগঘন সৌমিতৃষা
3 মিনিটে পড়ুন Updated: 20 Dec 2023, 12:54 PM ISTSubhasmita Kanji
Soumitrisha Kundu: আর মাত্র দুদিনের অপেক্ষা। তারপরই আসছে দেবের প্রধান। বড় পর্দায় সেই ছবি মুক্তি পাওয়ার আগে কী জানালেন সৌমিতৃষা?
প্রধান মুক্তির আগেই আবেগঘন সৌমিতৃষা
মিঠাই থেকে সোজা বড় পর্দায় দেবের নায়িকা। সফরটা যে দুর্দান্ত সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মিঠাই থেকে সৌমিতৃষা কীভাবে প্রধান ছবির রুমি হয়ে উঠেছিলেন? কেমন ছিল 'দেবদা'র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? প্রধান মুক্তির ঠিক আছে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন অভিনেত্রী।
ছোট পর্দার পর এবার বড় পর্দা, প্রথম ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন?
সৌমিতৃষা: ভীষণই ভালো অভিজ্ঞতা। অতনুদা, অভিজিৎদা, দেবদা, পরাণ স্যার সহ যাঁরা যাঁরা এই ছবিতে আছেন তাঁরা প্রত্যেকে এত ভালো যে কী বলব। ওঁরা অনেকেই এর আগে একসঙ্গে কাজ করেছেন, কিন্তু আমি যে নতুন এই টিমে সেটা একেবারেই বুঝতে দেননি কেউ। সব থেকে বড় কথা, আমি সবার থেকে যে শ্রদ্ধা পেয়েছি সেটা আমার ভীষণ ভালো লেগেছে। অনুপ্রেরণা জুগিয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে প্রথম ছবিতেই ওঁদের সঙ্গে কাজ করতে পারলাম। কতজনের এই সৌভাগ্য হয়?
সৌমিতৃষা কেমন সেটার আন্দাজ দর্শকদের আছে, কিন্তু রুমি কেমন মেয়ে?
সৌমিতৃষা: হেহে (হেসে নিয়ে), রুমি একজন নববিবাহিতা মেয়ে। ভীষণ শান্ত, ঠান্ডা মাথার মেয়ে একজন যার বর আবার দারুণ রাগী। ওদের দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তারপর কীভাবে ওদের রসায়ন জমে ওঠে, ভালোবাসা জন্মায়, একে অন্যের পাশে থাকে সেটাই দেখাবে এই ছবি। তবে...
সৌমিতৃষা: একজন পুলিশ আগে দেশ এবং সমাজের, তারপর পরিবারের। এটা যদি একজন পুলিশের স্ত্রী না বোঝে সম্পর্কটাই নড়বড়ে হয়ে যায়। কিন্তু রুমি সেটা বোঝে। সম্পূর্ণ ব্যালেন্স করে চলে সে জীবনে। বরের আবার সাপোর্ট সিস্টেমও বটে। আমার চরিত্রের সঙ্গে নববিবাহিতা মেয়েরা ভীষণ রিলেট করতে পারবে। মনে হবে আরে এটাই তো আমি। আবার ছেলেরা দেবদার চরিত্র দেখে ভাববে আরে এটাই তো আমি।