Bigg Boss 16 winner MC Stan: শো জেতার পর থেকেই নেটদুনিয়ায় চর্চায় এই স্ট্রিট র্যাপার। অনেকেই তাঁর জয় নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেরই মন্তব্য, এই খেতব জয়ের তিনি অযোগ্য। যদিও এ বিষয় ‘বিগ বস ১৬’-এর বিজয়ী এমসি স্ট্যানের সাফ মন্তব্য, তিনি ট্রোালরদের গুরুত্ব দেন না। আর কী বলেছেন তিনি?
সলমন খানের সঙ্গে ‘বিগ বস ১৬’ বিজয়ী এমসি স্ট্যান
১৭ জন প্রতিযোগীকে পিছনে ফেলে ‘বিগ বস ১৬’-এর বিজয়ী এমসি স্ট্যান। পুনের বাসিন্দা এমসি স্ট্যান হলেন একজন স্ট্রিট র্যাপার। ১২ বছর বয়সে সঙ্গীতের যাত্রা শুরু করেন। সেই সময় তিনি কাওয়ালি গাইতেন। প্রথম জনপ্রিয়তা অর্জন করেন যখন তারঁ গান ‘ওয়াটা’ এবং ‘খুজা মাত’ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে।
শো জেতার পর থেকেই নেটদুনিয়ায় চর্চায় এই স্ট্রিট র্যাপার। অনেকেই তাঁর জয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রোল করতেও ছাড়েননি একাংশ নেটিজেন। অনেকেরই মন্তব্য, এই খেতব জয়ের তিনি অযোগ্য। যদিও এ বিষয় ‘বিগ বস ১৬’-এর বিজয়ী এমসি স্ট্যানের সাফ মন্তব্য, তিনি ট্রোলারদের গুরুত্ব দেন না। তিনি যোগ করেছেন, ‘আমি আসলে এমন লোকদের পছন্দ করি যারা ঈর্ষান্বিত হয়। এটি একজন মানুষের খুব স্বাভাবিক আবেগ’।
‘বিগ বস ১৬’-এর বিজয়ীর মতে, ‘অধিকাংশ ভক্তদের মতো আমিও হতবাক, কিন্তু আমি মনে করি আমি জেতার যোগ্য’। শো-এর হোস্ট সলমন খান ট্রফি তুলে দেন র্যাপার এমসি স্ট্যান ওরফে আলতাফ শেখের হাতে। আসলে নাম ঘোষণার পর র্যাপার এমসি স্ট্যান নাকি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি সিজনের বিজয়ী। আরও পড়ুন: মণীশ ম্যাজিক, রিসেপশনের গাউন এবং জুয়েলারিতে অপ্সরা কিয়ারা, দেখুন BTS ছবি