পরিচালক নাগ অশ্বিনের ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে প্রভাসের অভিনয় নিয়ে পর্যালোচনার পর আরশাদ ওয়ার্সি বিতর্কে জড়িয়েছেন। প্রভাস অভিনীত চরিত্রটিকে তিনি 'জোকার' বলে ব্যঙ্গ করেছেন। তাঁর এই মন্তব্যে ভক্তরা খুবই বিরক্ত, পাশাপাশি দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যেও তাঁর এই বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।
'প্রভাস জোকার…', নিজের করা মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন আরশাদ!
পরিচালক নাগ অশ্বিনের ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে প্রভাসের অভিনয় নিয়ে পর্যালোচনার পর আরশাদ ওয়ার্সি বিতর্কে জড়িয়েছেন। প্রভাস অভিনীত চরিত্রটিকে তিনি 'জোকার' বলে ব্যঙ্গ করেছেন। তাঁর এই মন্তব্যে ভক্তরা খুবই বিরক্ত, পাশাপাশি দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যেও তাঁর এই বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরশাদ তাঁর এই বক্তব্যের জেরে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে নীরবতা ভাঙলেন।
আরশাদ জানিয়েছেন যে, তাঁর মতে ‘কল্কি ২৮৯৮ এডি’তে প্রভাসের অভিনীত চরিত্র ‘ভৈরব’কে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। কিন্তু তাঁর মতে প্রভাস একজন ‘বড়মাপের অভিনেতা’। কিন্তু লোকজন বর্তমানে এক কথার অন্য মানে বের করেন যা সত্যি সমস্যার।
আরশাদ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু লোকজন সব কিছুর বিতর্কিত ব্যাখ্যা পছন্দ করেন। আমি চরিত্র সম্পর্কে কথা বলেছি, ব্যক্তি সম্পর্কে নয়। তিনি একজন বড় মাপের অভিনেতা। তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। আমরা সকলেই এই সম্পর্কে ভালো ভাবে জানি। যখন একজন ভালো অভিনেতার কাছ থেকে খারাপ চরিত্র পাওয়া যায় তখন খুব স্বাভাবিক ভাবে দর্শকদের মন খারাপ হয়।’
গত মাসে সামদিশ পডকাস্টের আনফিল্টারডের একটি পর্বে, আরশাদের দেখা শেষ খারাপ ছবির নাম জানতে চাওয়া হলে, তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর নাম বলেছিলেন। তবে আরশাদ মেগাস্টার অমিতাভ বচ্চনের অভিনয়ের প্রশংসা করেছিলেন, তিনি জানিয়ে ছিলেন যে, তিনি দুঃখিত যে ব্লকবাস্টার ছবিতে প্রভাসকে একজন ‘জোকার’-এর মতো হয়েছে।
আর তাঁর এই মন্তব্যের পরই, অভিনেতা নানি, সুধীর বাবু এবং পরিচালক অজয় ভূপতি সহ তেলেগু ছবির একাধিক অভিনেতা আরশাদের বিষয়ে নিন্দা করে বলেছিলেন যে, কোনও কথা বলার আগে তাঁর সঠিক ভাবে শব্দচয়ন করা উচিত।
এ প্রসঙ্গে আরশাদ জানান, বিভিন্ন ভাষার ইন্ডাস্ট্রি একসঙ্গে সিনেমা নির্মাণ করায় তিনি খুশি। তাঁর মতে, ‘ভাষার প্রতিবন্ধকতার অনেক আগেই মিটে যাওয়া উচিত ছিল। কেউ যখন বলিউড বা টলিউডের মতো শব্দ ব্যবহার করেন, তখন আমি সত্যিই খুব রেগে যাই। আমি অনেকবার সংশোধন করেছি, আমি তাদের বলেছি এটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই এখানে একসঙ্গে আছি। আমার প্রতিযোগিতা বাকি বিশ্বের সঙ্গে, একে অপরের সঙ্গে নয়... যদি আমি কখনও পরিচালনা করি, তখন আমি সকলকে নিয়ে কাজ করব।’