তিনি শিল্পী মানুষ, শিল্পই তাঁর অন্যতম ধ্যান-জ্ঞান। অভিনেত্রী-নৃত্যশিল্পী অপরাজিতা আঢ্যকে তো সবাই চেনেন। তবে মৃৎ-শিল্পী অপরাজিতাকে চেনেন নাকি? হ্য়াঁ, অভিনেত্রীর এই গুনটা সম্পর্কে জানা ছিল না তো? এবার মৃৎ শিল্পী হিসাবে নিজেই নিজের পরিচয় করালেন অপরাজিতা।
মাটি দিয়ে গণেশ মূর্তি গড়তে দেখা গেল অপরাজিতা আঢ্যকে। মাটি ছাড়াও মূর্তি গড়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও ব্যবহার করতে দেখা গেল অভিনেত্রীকে। আর তাতেই বোঝা যায়, তিনি মাঝে মধ্যেই এধরনের মূর্তি গড়ার কাজ করতে অভ্যস্ত। বালতির উপর মাটি রেখে ধীরে ধীরে দিব্যি গড়ে তুলেলেন গণেশ মূর্তি। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে অপরাজিতা লিখেছেন, ‘শিল্পের মাথা সবসময় তাড়া করে কিছু না কিছু করতেই হবে বলে সে যাই হোক। আজকের পড়া ছিলো ঠাকুর বানানো।’ অপরাজিতা আঢ্যর এই শিল্পী সত্ত্বায় মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা।
প্রসঙ্গত অপরাজিতা আঢ্য বরাবরই অবশ্য সোশ্যাল মিডিয়া ভীষণভাবে সক্রিয় একজন মানুষ। কমবেশি নানান কিছু তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই থাকেন। সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়েও তাঁকে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছিল। সম্প্রতি আর্টিস্ট ফোরামের তরফে ছোটপর্দার শিল্পীদের প্রতিবাদ মিছিলের কথা তুলে ধরেছিলেন ইনস্টাগ্রামের পাতায়। আবার কখনও এই ঘটনা প্রসঙ্গে নিজের বক্তব্য জানি
সম্প্রতি হাওড়ায় নিজের নব-বিবাহিতা দাদা-বৌদির কাছে গিয়ে জন্মাষ্টমীতে তাঁদের বাড়ির ঠাকুরও সাজিয়ে দেন অপরাজিতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই ভিডিয়োও। আবার একই সঙ্গে বৃহস্পতিবার আলিপুর এলাকায় CMRI, BM BIRLA, KOTHARI, WOODLANDS-এর মতো বেসরকারিক হাসপাতালগুলি স্বাস্থ্যকর্মীরা যেভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে, সেই ভিডিয়োও উঠে এসেছে অপরাজিতা সোশ্যাল মিডিয়ায়।