রবিবারই ৫০০ কোটির ঘরে পা রেখে ফেলেছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। সময় লেগেছে মাত্র ১৭ দিন। তবে সোমবার থেকে বক্স অফিসে বড় পতন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই অ্যাকশন ড্রামার। সব ভাষা মিলিয়ে ছবি ১৮ নম্বর দিনে আয় করল মাত্র ৫.৫০ কোটি (sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে)।
১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্য়ানিম্যাল। সেই থেকে একাই রাজত্ব করেছে বক্স অফিসে। একইদিনে মুক্তি পাওয়া ভিকি কৌশলের স্যাম বাহাদুরকে ঘেষতে দেয়নি ধারেকাছে। ১৮ দিনে স্যাম বাহাদুর পৌঁছেছে মাত্র ৭৮ কোটিতে।
অ্যানিম্যালের বক্স অফিস কালেকশন:
ছবির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তাঁর বানানো অর্জুন রেড্ডি আর কবীর সিং-এর আগেও ঝড় তুলেছিল সিনেমাহলে। তবে অ্যানিম্যাল যেন সব ছক ভেঙে দিল। শুধু তাই নয়, রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় হিটও হল অ্যানিম্যাল। যা এতদিন ছিল ‘সঞ্জু’ সিনেমাটির দখলে।
অ্যানিম্যাল যে বক্স অফিসে ঝড় তুলবে তা ধারণা করা গিয়েছিল প্রি বুকিংয়ের সময় থেকেই। সিনেমা হলে অ্যানিম্যাল আসার আগেই তা ৩৪ কোটির উপর ব্যবসা করে ফেলেছিল। প্রথম দিন অ্যানিম্যাল খাতা খোলে ৬৩.৮ কোটি দিয়ে। যা প্রথম শনিবার-রবিবারে আরও বেড়ে যায়। প্রথম সপ্তাহেই অ্য়ানিম্যাল আয় করেছিল ৩৩৭.৫৮ কোটি। এরপর দ্বিতীয় সপ্তাহে অ্যানিম্যালের আয় ১৩৯.২৬ কোটি।
তৃতীয় শনি আর রবিতেও অ্য়ানিম্যাল চুটিয়ে ব্যবসা করে সিনেমা হলে। আয় ছিল ১২ আর ১৪ কোটি। কিন্তু দেখা গেল তৃতীয় সোমবারে এসে তা কমে হল ৫.৫০ কোটিতে। যা রণবীরের সিনেমার এতদিনের সর্বনিম্ন আয়ও।
আসছে ডাঙ্কি
আপাতত দর্শকদের অপেক্ষা পুরোপুরি ডাঙ্কি-র জন্য। শাহরুখ খান এই প্রথম সিনেমা বানালেন রাজকুমার হিরানির সঙ্গে। ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন তাপসী পান্নু। তাপসী আর পান্নুর এটাই প্রথম কাজ। এছাড়াও এই সিনেমায় রয়েছেন ভিকি কৌশল, বোমন ইরানিরা। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সিনেমা হলে আসছে ডাঙ্কি।