অ্যানিম্যাল নিয়ে দর্শকদের উন্মাদনা কিন্তু এখনও কমার নাম নিচ্ছে না। বিশেষ করে, যেভাবে ছবি দৌড়ে দৌড়ে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল, তা দেখে বোঝা দায়, এই ছবির ‘টক্সিসিটি’ নিয়ে এত বিতর্ক হয়েছে।
ছবি জুড়ো হিংসা, মারামারি, যৌনতা। যা দেখে অনেকেই দাবি করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা ‘বিষাক্ত পৌরুষ’-কে তুলে ধরেছে। যেখানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি বাবাকে ভালোবাসার নাম করে একের পর এক খুন করে যায়। দুই নায়িকা তৃপ্তি দিমরি আর রশ্মিকা মন্দনার সঙ্গে শয্যাদৃশ্যও রয়েছে রণবীরের।
তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে অ্যানিম্যাল। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে। আপাতত চারটি বলিউড ছবি ৫০০ কোটির ঘরে ঢুকেছে। যার মধ্যে দুটি শাহরুখ খানের, পাঠান আর জওয়ান। এছাড়াও রয়েছে সানি দেওলের গদর ২ ও রণবীর কাপুরের অ্যানিম্যাল।
অ্যানিম্যাল বক্স অফিস সংগ্রহ
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে রবিবার রণবীর কাপুরের ছবির সংগ্রহ ১৫ কোটি। আর ভারতের বাজারে অ্যানিম্যালের মোট আয় ১৭ দিনে ৫১২.৯৪ কোটি। অর্থাৎ প্রায় ছুঁইছুঁই পাঠান আর গদর ২-কে।
আরও পড়ুন: ছবি তুলে দিনে ২০-৩০ লাখ রোজগার! বছর শেষে লন্ডনে ওরি, সঙ্গে জাহ্নবী আর নিসা
ভারতের বাজারে দ্রুত ৫০০ কোটি গড়ার রেকর্ড রয়েছে বলিউডে জওয়ানের কাছে। শাহরুখের এই সিনেমার সময় লেগেছিল ১৩ দিন। অন্য দিকে, গদর ২-এর এই কাজ করতে সময় লেগে গিয়েছিল ২৪ দিন। পাঠান নিয়েছিল ২৮ দিন সময়। আর বাহুবলীর হিন্দি ভার্সানের সময় লাগে ৩০ দিনেরও বেশি। দ্বিতীয় স্থান দখল করে নিল অ্যানিম্যাল, লাগল মাত্র ১৭ দিন।
আরও পড়ুন: লাল শাড়িতে টুকটুকে দর্শনা! ভাতকাপড়ের থালা হাতে দিয়ে বউকে প্রণাম সৌরভের
অ্যানিম্যাল পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষিণের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যিনি এর আগে কবীর সিং আর অর্জুন রেড্ডির মতো ছবি বানিয়েছেন। অ্য়ানিম্যাল দিয়েই বলিউডে ডেবিউ করলেন রশ্মিকা। আর প্রথম ছবিতেই যাকে বলে সিক্সার। একই সঙ্গে ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন তৃপ্তি। ছবি মুক্তির পর রাতারাতি ফলোয়ার্স সংখ্যা তাঁর বেড়েছে কয়েক গুণ। এছাড়াও অ্যানিম্যাল সিনেমায় রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল গুরুত্বপূর্ণ চরিত্রে।