রণবীর কাপুরের অ্যানিম্যাল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে। ছবির গল্পে দেখানো হিংসে, উগ্র পুরুষত্ব নিয়ে যখন নিন্দে বিভিন্ন মহলে, তখন আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবির একাধিক দৃশ্য। তৈরি হয়েছে হাজারও মিম। ছবিতে ববি দেওলের এন্ট্রি সং জামাল কুডু-তে রিল বানাননি এমন মানুষও পাওয়া দুস্কর।
৫০০ কোটির দিকে জোর কদমে দৌড়চ্ছে অ্য়ানিম্যাল। যদিও সেটা ভারতের বাজারে আয়ের হিসেবে। বিশ্ববাজারে ছবি পেরিয়ে গিয়েছে ৭৮৪ কোটি। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে অ্যানিম্যাল তার তৃতীয় শুক্রবারে আয় করল ৭.৫০ কোটি।
অ্যানিম্যালের বক্স অফিস কালেকশন:
১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। মোট ৫টি ভাষায় মুক্তি পায় সিনেমাখানা। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় আর মালয়ালাম ভাষায় এসেছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দনার এই সিনেমা। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অ্য়ানিম্যাল দিয়েই বলিউডে ডেবিউ করলেন রশ্মিকা। আর প্রথম ছবিতেই যাকে বলে সিক্সার। এছাড়াও এই সিনেমায় রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল গুরুত্বপূর্ণ চরিত্রে।
অ্যানিম্যালের ট্রেলার নাড়িয়ে দিয়েছিল দর্শকদের। অর্জুন রেড্ডি, কবীর সিং-এর মতো সিনেমা বানানো সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন কাজ শিহরণ জাগিয়েছিল। বাবাকে ভালোবাসা (যদিও তা পাগলামো) -র নামে একের পর এক খুন করে চলেছে রণবীরের চরিত্র রণবিজয় সিং। ছবিতে রশ্মিকা মন্দনা, তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের বেড সিনও এসেছে খুব চর্চায়।
ছবি খাতা খুলেছিল ৬৩.৮ কোটি দিয়ে। প্রথম সাত দিনেই ৩৩৮ কোটির ব্যবসা করে ফেলেছিল অ্যানিম্যাল। দ্বিতীয় সপ্তাহে তা ১৪০ কোটি। শুক্রবারের ৭.৫০ কোটি মিলিয়ে নিলে বর্তমানে অ্যানিম্যালের মোট আয় ৪৮৪.৩৪ কোটি।
রণবীরের কেরিয়ারের সবচেয়ে হিট ছিল এতদিন সঞ্জু। এই ছবহি আয় করেছিল ৩৪২ কোটি। কবেই তা টপকে গিয়েছে অ্যানিম্যাল। বরং চলতি বছরের সবচেয়ে আয়কারী বলিউড ছবি হিসেবে এখন রয়েছে ৪ নম্বরে। সামনে রয়েছে জওয়ান, গদর ২ আর পাঠান। যদিও ফিল্ম অ্যানালিসিস্টরা মনে করছেন, পাঠানকে টপকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে রণবীর কাপুরের সিনেমার।
তবে বছরের শেষ হিট আসবে খুব সম্ভবত শাহরুখ খানের হাত ধরেই। ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ডাঙ্কি। রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ কিং খানের। ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে দেখা মিলবে তাপসী পান্নুর। এছাড়াও এই ছবিতে, শাহরুখের বন্ধু হিসেবে দেখা পাওয়া যাবে ভিকি কৌশলকে।