রণবীর কাপুরের সিনেমা অ্যানিম্যালের রাজত্ব বজায় থাকল সিনেমা হলে মুক্তির ২০ দিন পরেও। সানি দেওলের গদর ২-কে টপকে গিয়ে সোজা উঠে এল দুই নম্বরে। Sacnilk-এর রিপোর্ট অনুসারে তৃতীয় বুধবারেও নড়ানো গেল না অ্যানিম্যালের পায়ের তলার মাটি। ঘরে তুলল ৫ কোটির কাছাকাছি। যা মুক্তির এত দিন পরে এসে, তাও সপ্তাহের মাঝে মন্দ নয় টাকার অঙ্কে।
ভারতের বাজারে অ্যানিম্যালের মোট আয় বর্তমানে ৫২৮.৬৯ কোটি। যা বুধবারের আয়ের ভিত্তিতে টপকায় গদর ২-এর আয়কে, যা ছিল ৫২৪.৮০ কোটি। তৃতীয় নম্বরে, গদরের ঠিক পরে এতদিন ছিল শাহরুখ খানের পাঠান, ৫২৪.৫৩ কোটি দিয়ে। প্রথম স্থানে অবশ্য জায়গা পাকা শাহরুখ খানের জওয়ান-এর। ভারতের বাজারে এই ছবি সংগ্রহ করেছিল ৬৪৩.৮৭ কোটি। অ্য়ানিম্যালের পক্ষে এই আয়ের ধারেকাছে আসা খুব মুশকিলই হয়ে পড়বে। দুই নম্বরেই সন্তুষ্ট থাকতে হবে আপাতত।
আরও পড়ুন: শুরুতেই চমক কথা-র! সেরার স্থান কি এবারেও খোয়াল জগদ্ধাত্রী, টিআরপি টপার জি বাংলাই
শুধু তাই নয়, রণবীরকে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় হিট এনে দিয়েছে অ্যানিম্যাল। এতদিন যা ছিল সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র দখলে। তবে যত রেকর্ডই অ্যানিম্যাল ভাঙুক না কেন, ছবি নিয়ে বিতর্ক আর পিছু ছাড়ছে না। একইভাবে সমালোচনায় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও। এমনকী কবীর সিং, অর্জুন রেড্ডি-র ক্ষেত্রেও বিষাক্ত পৌরুষকে মহিমান্বিত করার অভিযোগ ছিল তাঁর উপরে।
আরও পড়ুন: বড়দিনের মন ভালো করা সিনেমা 'ডাঙ্কি', শাহরুখের ছবি শেখাবে অনেক কিছুই
সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় রণবীর কাপুর ছাড়াও কাজ করেছেন ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, রশ্মিকা মন্দনা। তবে বৃহস্পতিবার থেকে বেশ ভাঁটা পড়বে অ্যানিম্যালের সংগ্রহে। কারণ হল দখল করে নিয়েছে শাহরুখ খানের ডাঙ্কি সিনেমা। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথম কাজ ছিল এটা কিং খানের।
আরও পড়ুন: ‘ডাঙ্কি থেকে যে টাকা আসবে, স্টার্ক নিয়ে নেবে’! প্রথম দিনের কালেকশন নিয়ে শাহরুখ
শুধু তাই নয়, একদিন পর থেকে অর্থাৎ ২২ ডিসেম্বর আসছে প্রভাসের সালার। এই ছবি নিয়েও কিন্তু মাতামাতি কম চলছে না। বিগত কয়েক বছর ধরে দক্ষিণের সিনেমার আলাদা বাজার তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ভারতের বাইরে আমেরিকা, কানাডা-র মতো দেশগুলিতেও সালার দখলে নিয়েছে ভালো পরিমাণ শো।