বক্স অফিসের সমস্ত হিসেব নিকেষ উল্টে রাজ করে চলেছে রণবীর কাপুরের ছবি অ্যানিম্যাল। তিন সপ্তাহতেও বিন্দুমাত্র শ্লথ হওয়ার নাম নিচ্ছে না এই ছবির আয়ের গতি। রয়েছে একাধিক বিতর্ক তার মধ্যেও একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়েছে অ্যানিম্যাল। অন্যতম সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেয়েছে এটি। বিশ্বজুড়ে ৮০০ কোটির গণ্ডি টপকে গেল সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটি।
অ্যানিম্যাল ছবির বক্স অফিস কালেকশন
মুক্তির পর ১৬ তম ভারতীয় বক্স অফিসে অ্যানিম্যাল ১৩ কোটি টাকা আয় করেছে। বর্তমানে দেশে এটি ৪৯৮.১৪ কোটি টাকা আয় করে বসে রয়েছে। এই সপ্তাহান্তেই যে এই ছবি ৫০০ কোটির গণ্ডি টপকাবে সেটাও স্পষ্ট। তবে কেবল ভারতে নয়, বিশ্বজুড়েই চলছে অ্যানিম্যাল রাজ।
আরও পড়ুন: ‘একেন বাবু’ করার আগে অনির্বাণ জানতেনই না এই চরিত্রর কথা! খোলামেলা আড্ডায় আর কী বললেন?
আরও পড়ুন: বক্স অফিসে গর্জে চলেছে অ্যানিম্যাল, কেজিএফ ২-র রেকর্ড ভেঙে রণবীরের ছবি পেল কোন তকমা?
১৫ তম দিনে অ্যানিম্যাল বিশ্বজুড়ে ৭৯৬ কোটি টাকা আয় করেছিল যার সঙ্গে ১৬ তম দিনে কেবল ভারতে আয় করা অর্থ যোগ করেই এটি ৮০০ কোটির গণ্ডি যে টপকে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এখানে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাচ্ছে রশ্মিকা মন্দানাকে। এছাড়া এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখকে।
অ্যানিম্যাল নিয়ে বিতর্ক
অ্যানিম্যাল ছবিটি নিয়ে একাধিক বিতর্ক উসকে গিয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই পাওয়া গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন প্রসংশা করেছেন এই ছবির, তেমনই কেউ একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেছেন। উগ্র পৌরুষ, নারী বিদ্বেষ দেখানো হয়েছে এই ছবিতে, এমন দাবিও করেছেন অনেকেই। বাদ যায়নি রণবীর কাপুর রশ্মিকা মন্দানার ঘনিষ্ঠ দৃশ্য বা তৃপ্তি দিমরি এবং রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক। তবুও তার মাঝেও সব কিছুকে উপেক্ষা করে দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে অ্যানিম্যাল ছবির বিজয়রথ। বড়দিনে ডাঙ্কি এবং সালার আসার আগে পর্যন্ত যে এই ছবিটি বক্স অফিসে জমিয়ে ব্যবসা করবে সেটুকু বেশ বোঝা যাচ্ছে।