'একজন অভিনেত্রী কখনওই আর একজন অভিনেত্রীর বন্ধু হতে পারেন না' বা বলা ভালো প্রচলিত একটি প্রবাদ রয়েছে যে, 'মেয়েরা মেয়েদের ভালো বন্ধু হতে পারে না' কিন্তু বলিউডে পাঁচ বছরেরও বেশি সময় কাটানোর পরও অভিনেত্রী অনন্যা পান্ডে এতে বিশ্বাসী নন। পরিবর্তে, তিনি মনে করেন যে ইন্ডাস্ট্রিতে মহিলারাই মহিলাদের পাশে দাঁড়াতে পারে, তাঁদের মধ্যেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। এমনকী তাঁরা একে অপরের ভালো বন্ধুও হয়ে উঠতে পারে। সেই নিয়ে কথা বলতে গিয়ে তিনি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু সারা আলি খান এবং জাহ্নবী কাপুরের কথা উল্লেখ্য করেছেন।
তিনি জানান যে, তিনি তাঁর বন্ধু সারা এবং জাহ্নবীর সঙ্গে দেখা করার কোনও সুযোগ তিনি হাতছাড়া করতে চান না।
আরও পড়ুন: ‘অনেক ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি…’, ইন্ডাস্ট্রির মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন কৌশানী
‘মৈত্রী: ফিমেল ফার্স্ট কালেক্টিভ’-এ তিনি তাঁর মতামত তুলে ধরেন। প্রাইম ভিডিয়োকে দেওয়া সাক্ষাৎকারে, অনন্যা তাঁর সমসাময়িকদের জন্য একটি কাজের সুন্দর ও সুস্থ কাজের পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি বন্ধুত্বের শক্তিতে বিশ্বাস করেন।
ইন্ডাস্ট্রিতে একজন মহিলা হিসাবে তাঁর শুরুর দিকের সময়ের কথাও তিনি ভাগ করে নেন। সেই সময়ের থেকে তিনি বর্তমানে কতটা বদলেছেন তা নিয়েও কথা বলেন নায়িকা। অনন্যা বলেন, ‘আমি মনে করি আমার যেসব বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন তা আমি আগের থেকে অনেক বেশি জোর গলায় বলতে পারি। আর এই সব কিছুর পিছনে রয়েছে পরিবর্তন, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। আমার কথা, আমার কাজ আগের থেকে বেশি এখন প্রভাব ফেলছে। আমি মনে করি এই পরিবর্তন আমাকে ভালোর দিকে নিয়ে গিয়েছে।'
আরও পড়ুন: বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! জানেন কবে? দেখে নিন
অনন্যা আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে এক নারীকে অপর নারীর বিরুদ্ধে, এক অভিনেত্রীকে অপর অভিনেত্রীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, কিন্তু সারা এবং জাহ্নবীদের সঙ্গে আমি কখনই তেমনটা করতে পারব না। আমরা সব সময় একে অপরের পাশে থাকার চেষ্টা করি এবং একে অপরকে প্রকাশ্যেও সমর্থন করতে দ্বিধা বোধ করি না। এতে সমাজের কাছেও বার্তা যাচ্ছে যে মেয়েরাও মেয়েদের ভালো বন্ধু হয়।’
অনন্যা পান্ডের কেরিয়ার সম্পর্কে
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহাঁ’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রাইম ভিডিয়োতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'কল মি বে'-তে তাঁকে দেখা গিয়েছে।
'কল মি বে' সম্পর্কে
অনন্যার কমেডি সিরিজ, 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে নয়া দিল্লির মেয়ে 'বে'। এই চরিত্রে দেখা গিয়েছে অনন্যাকে। সেখানে দেখানো হয়েছে 'বে' একটি বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু কিছু কারণে তাঁর এই জগতটি হঠাৎ ভেঙে পড়ে, তার পরিবারের তাকে অস্বীকার করে। তারপর মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় 'বে'কে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। আসতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটির প্রযোজক। ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।