সম্প্রতি ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুপারস্টার অমিতাভ বচ্চন। মন্দিরে উপস্থিত ছিলেন শতাধিক ভক্ত, যারা হঠাৎ করে মন্দিরে অভিনেতাকে দেখে আনন্দে আটখানা হয়ে যান। ভক্তদের মধ্যে একজন নিজের ভালবাসার কথা জানালে লাজুক হেসে প্রতিক্রিয়া দেন অমিতাভ।
বয়স প্রায় ৮৫ ছুঁই ছুঁই, কিন্তু আজও তাঁকে একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। আজও তিনি সকলের প্রিয় অমিতাভ, বিগ বি। টিভির পর্দায় দেখা এই সুপারস্টারকে যদি হঠাৎ সামনে দেখতে পাওয়া যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই নিজের ইমোশন কন্ট্রোলে থাকে না। তেমনটাই হল সিদ্ধি বিনায়ক মন্দিরে।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
সোমবার সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অমিতাভ। সঙ্গে ছিলেন অভিষেক। মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা হঠাৎ করে অমিতাভকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। ভক্তদের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘আমি আপনাকে ভালোবাসি অমিত স্যার।’
ভক্তের মুখে ভালোবাসার কথা শুনে লজ্জায় লাল হয়ে যান বিগ বি। লাজুক হেসে প্রতিক্রিয়া জানান তিনি। অমিতাভের এই মিষ্টি প্রতিক্রিয়া ক্যামেরাবন্দী করেন অন্য এক ভক্ত। ভিড়ের মধ্যেই সেলফি নেওয়ার চেষ্টা করেন তিনি।
মন্দিরে উপস্থিত ওই দর্শক তথা অমিতাভের ভক্তের ক্যামেরায় তোলা ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভক্তের ডাকে অমিতাভের মিষ্টি প্রতিক্রিয়া মন জয় করে নিয়েছে সকলের। মন্দিরে পুজো দিতে এসে অমিতাভকে চোখের সামনে দেখা যে নেহাত ভাগ্যের ব্যাপার, সেটাও বারবার স্বীকার করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করেছিলেন অমিতাভ যা দেখে হেসে খুন হয়ে যান সকলে। ৪৯ মিলিয়ন ফলোয়ার্স কিছুতেই ৫০ মিলিয়ন হচ্ছে না, এই চিন্তায় তিনি দারস্ত হয়েছিলেন ভক্তদের কাছে। কীভাবে সেই সংখ্যা বাড়ানো যায়, তার জন্য তিনি মতামতও চেয়েছিলেন সকলের থেকে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
সুপারস্টারের ডাকে সাড়া দিয়ে মজার মজার মন্তব্য করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া ইউজারদের। একজন লিখেছিলেন, জয়া জির সঙ্গে ঝগড়া করুন, তারপর সেই ভিডিয়ো পোস্ট করে দিন। দেখবেন হু হু করে ফলোয়ার্স সংখ্যা বেড়ে গেছে। কেউ কেউ আবার রেখার সঙ্গে ছবি পোস্ট করার পরামর্শ দেন অভিনেতাকে। সব মিলিয়ে বিগ বি যে পোস্ট করেছিলেন, তা হয়ে যায় ভাইরাল।