দোল পূর্ণিমার আনন্দে যেখানে গোটা ভারতবর্ষ মত্ত, ঠিক তখনই মুখার্জি বাড়িতে নেমে এল শোকের ছায়া। এই দিন সকালে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৩ বছর। এদিকে কাজলের কাকার মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি মুম্বই ফিরে এলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এই প্রবীণ অভিনেতা অসুস্থ ছিলেন। আজ হঠাৎ ১৪ মার্চ দোল পূর্ণিমার দিন সকাল ৯:৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দিন সন্ধ্যা ৪টে নাগাদ মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অয়নের বাবার মৃত্যুর খবর শুনেই স্ত্রীকে নিয়ে আলিবাগ থেকে মুম্বই ফিরে এলেন রণবীর।
আরও পড়ুন: নতুন নায়ক হয়ে 'গৃহপ্রবেশ' সপ্তর্ষির? আর কি কখনও এক হতে পারবে আদৃত-শুভলক্ষ্মী!
আগামীকাল অর্থাৎ ১৫ মার্চ আলিয়ার জন্মদিন। জন্মদিনের দুদিন আগে থেকেই স্ত্রীর জন্মদিনের সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন রণবীর। গতকাল ছবি শিকারীদের সামনে কেক কেটে, একসঙ্গে ছবি তুলে স্ত্রীর জন্মদিনের প্রথম পর্ব উদযাপন করেন তিনি। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সামনে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার পরেই দুজনে রওনা হন আলিবাগের উদ্দেশ্যে।
আলিবাগের বাগানবাড়িতেই জন্মদিনের অনুষ্ঠান করার কথা ছিল তাঁদের। তবে আজ অর্থাৎ ১৪ মার্চ সকালে অয়নের বাবার মৃত্যুর খবর শুনে সমস্ত প্ল্যান ক্যানসেল করে দেন অভিনেতা। তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন তাঁরা। মুম্বই ফেরার সময় ছবি শিকারীদের সম্মুখীন হলেও তাঁদের সঙ্গে আর কথা বলেননি এই তারকা জুটি। তড়িঘড়ি বেরিয়ে যান সেখান থেকে। রাহাকে সঙ্গে করে এনেছেন কিনা সেটাও জানা সম্ভব হয়নি।
রণবীর এবং অয়ন শুধু পেশার দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকেও একে অপরের খুব ভালো বন্ধু। অয়নের বাবার মৃত্যুর খবর শুনে তাই এক মুহূর্ত দেরি করেননি রণবীর। খবর শুনেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরে এসেছেন মুম্বই। ছুটি কাটানোর থেকে কঠিন সময়ে অয়নের পাশে দাঁড়ানোই শ্রেয় মনে করেছেন রণবীর।
আরও পডুন: হোলিতে দুঃসংবাদ, প্রয়াত কাজলের কাকা, অভিনেতা দেব মুখোপাধ্যায়
আরও পডুন: রঙের উৎসবে রক্তে রাঙা মিমি! কেমন হল ‘ডাইনি’? দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেন নির্ঝর?
প্রসঙ্গত, ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন দেব মুখোপাধ্যায়। গত বছর দুর্গাপুজোর সময় পরিবারের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায় তাঁকে। ব্যক্তিগত জীবনে তিনি করেছেন দুটি বিয়ে। প্রথম বিয়ের থেকে একটি কন্যাসন্তান, যার নাম সুনীতা। বর্তমানে যিনি পরিচালক আশুতোষ গোয়ারিকরের স্ত্রী। দ্বিতীয় বিয়ে থেকে একটি পুত্র সন্তান হয়, যিনি হলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।