Puja Banerjee: ১৫ বছরেই পালিয়ে বিয়ে, বিবাহিত থাকাকালীনই কুণালের সঙ্গে প্রেম! দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন পূজা
Updated: 06 Feb 2024, 10:48 PM IST Ranita Goswami 06 Feb 2024 Actress Puja Banerjee Birthday, Puja Banerjee Marriage, Puja Banerjee- Kunal Verma, Puja Banerjee Controversy, পূজা বন্দ্য়োপাধ্যায়, কুণাল বর্মা, পূজা-কুণালজানা যায় কৈশোরে কাউকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন পূজা। তখন পূজার বয়স ছিল মাত্র ১৫। ২০০৪ সালে বিয়ে করেছিলেন তিনি। যে সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস করেন পূজা। আর ওই সম্পর্কের কারণেই নিজের পরিবারের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয় অভিনেত্রীর। ২০১৩ সালে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় পূজার।
পরবর্তী ফটো গ্যালারি