বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir Khan: 'লগান-এর সময় ও আমাদের অনেক উপকার করেছিল', বন্ধু কন্যার হঠাৎ মৃত্যুর খবরে গুজরাটের কোতাই গ্রামে আমির
পরবর্তী খবর
Aamir Khan: 'লগান-এর সময় ও আমাদের অনেক উপকার করেছিল', বন্ধু কন্যার হঠাৎ মৃত্যুর খবরে গুজরাটের কোতাই গ্রামে আমির
1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 09:59 AM ISTRanita Goswami
আমি এই খারাপ খবরটা পেয়ে হঠাৎ করেই এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লাগানের সময়, যখন আমরা এখানে প্রায় এক বছর ছিলাম, সেসময় ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছি।’
গুজরাটে আমির
কয়েকদিন আগেই মেয়ের বিয়ে উপলক্ষ্য়ে খুশিতে মেতেছিলেন আমির খান ও তাঁর গোটা পরিবার। গোটা খান পরিবারে ছিল খুশির আবহ। এরই মধ্যে হঠাৎ করে আশা একটা খারাপ খবরে মন খারাপ আমিরের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বন্ধু কন্যার, পাশে দাঁড়াতে গুজরাটে উড়ে গেলেন আমির খান। আমির এই মুহূর্তে রয়েছেন গুজরাটের কচ্ছ জেলায়।
কচ্ছ জেলার কোতাই গ্রামে হঠাৎই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আমিরের বন্ধু মহাবীর চাঁদের মেয়ের। খবর পাওয়া মাত্রই বিমান ভাড়া করে কচ্ছ পৌঁছে যান আমির। সুপারস্টারের কচ্ছ যাওয়ার একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। জানা যাচ্ছে কচ্ছর কোতাই গ্রামের বাসিন্দা মহাবীর চাঁদের সঙ্গে আমিরের বন্ধুত্ব সেই 'লগান'-এর শ্যুটিংয়ের সময় থেকে।
এবিষয়ে সংবাদমাধ্যমকে আমির খান জানান, ‘আমি এই খারাপ খবরটা পেয়ে হঠাৎ করেই এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লাগানের সময়, আমরা এখানে প্রায় এক বছর ছিলাম, সেসময় ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল, আমি ওঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। ওঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি শুনে হতবাক হয়েছিলাম, তাই আমি ওঁর পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।’