দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেনকে আক্রমণ করেছেন, যিনি ভারতের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ককে সমর্থন করেছিলেন।
রাজধানীতে ভোট দেওয়ার পর কেজরিওয়াল সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ তাঁর ও পরিবারের একটি ছবি শেয়ার করেছিলেন। আমার মা অসুস্থ, ভোট দিতে পারেননি। আমি স্বৈরাচার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ভোট দিয়েছি। সবাইকে ভোট দিতে হবে।
দিল্লির মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে হুসেন লেখেন, 'শান্তি ও সম্প্রীতি ঘৃণা ও চরমপন্থীদের #MorePower #IndiaElection2024 পরাজিত করুক।
কেজরিওয়াল অবশ্য এতে খুশি হননি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতার বিরুদ্ধে তোপ দাগেন। চৌধুরী সাহেব, আমি এবং আমার দেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম। আপনার টুইটের দরকার নেই। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। আপনি নিজের দেশকে সামলান', লিখেছেন কেজরিওয়াল।
তিনি বলেন, ভারতের নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। দেশ সবচেয়ে বড় সন্ত্রাসী পৃষ্ঠপোষকদের হস্তক্ষেপ সহ্য করবে না।
তবে এই প্রথম নয়, এর আগেও ভারতের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন পাক মন্ত্রী। হুসেন বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাহুল গান্ধীর একটি ভিডিও শেয়ার করেছেন এবং তার প্রশংসা করেছেন।
রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হুসেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী, যিনি দাবি করেছিলেন যে পুলওয়ামা ও উরি হামলার পিছনে পাকিস্তানি সন্ত্রাসীদের হাত রয়েছে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেননি, তবে 'রাহুল অন ফায়ার'-এর মতো মন্তব্য করে রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন।
তিনি বলেন, 'আমি আপনাদের (জনগণ) জিজ্ঞাসা করতে চাই, শত্রুদের কাছে প্রশংসিত এমন নেতাকে কি সম্মান করা হবে নাকি সরকার গঠনের সুযোগ দেওয়া হবে? তারা দেশকে কোন দিকে নিয়ে যেতে চায়? আমি সকলের কাছে আবেদন করছি, দেশকে বাঁচান।