JP Nadda on BJP's North-East Win: 'উত্তরপূর্বকে ATM-এ পরিণত করেছিল কংগ্রেস', তিন রাজ্যে ক্ষমতায় ফিরতেই তোপ নড্ডার
1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2023, 08:07 AM ISTমেঘালয়ে মাত্র ২টি আসন জেতে বিজেপি। তবে সেই রাজ্যে বিজেপি পায় ৯.৩ শতাংশ ভোট। এদিকে মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েই ত্রিপুরা দখল করল বিজেপি। ত্রিপুরায় বিজেপি ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জোটসঙ্গী আইপিএফটি পেয়েছে ১টি আসন। নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গী এনডিপিপি ২৩টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ১২টি আসনে।
জেপি নড্ডা