বুধবার মানিকতলায় বিধানসভা উপনির্বাচনে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী।
মানিকতলায় বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে যেখানেই গিয়েছেন সেখানেই তাঁকে ঘিরে শুরু হল চোর চোর স্লোগান। কল্যাণ চৌবের নিরাপত্তারক্ষীরা কোনওরকমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। কিন্তু তারপরেও তৃণমূলকে মোকাবিলা করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েন নিরাপত্তারক্ষীরা। আর তারপরেই ফের ভোটের দাবি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের।
ঠিক কী হল এদিন?
কল্যাণ চৌবে এদিন একাধিক জায়গায় যান। আর সেখানেই দেখা যায় তৃণমূলের কর্মীরা কোথাও জয় বাংলা স্লোগান দিলেন। কোথাও আবার চোর চোর চোরটা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এমনকী তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টাও চলে। বুধবার দুপুরে মানিকতলার বিজেপি প্রার্থী ৩১ নম্বর ওয়ার্ডে থাকা ভোটগ্রহণকেন্দ্রে গিয়েছিলেন। সেখানে তাঁকে দেখতে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তবে কল্যাণের দাবি বেশিরভাগই বহিরাগত। এদিকে কল্যাণকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তার গাড়িতে লাথি মারা হয়। এমনকী হাতে পাথর নিয়ে তাড়া করতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।