WPL 2024 এক রাজ্যেই অনুষ্ঠিত হবে- সাফ জানালেন জয় শাহ, সঙ্গে IPL কবে থেকে শুরু হবে, তা নিয়ে দিলেন বড় আপডেট
Updated: 09 Dec 2023, 10:17 PM IST Tania Roy 09 Dec 2023 BCCI secretary Jay Shah, WPL 2024, IPL 2024, Women’s Premier League 2024, Board of Control for Cricket in India, Indian Premier League 2024, বিসিসিআই সচিব জয় শাহ, মহিলা প্রিমিয়ার লিগ ২০২৪, আইপিএল ২০২৪মহিলা প্রিমিয়ার লিগের নিলামের দিনই ২০২৪ আইপিএলের দামামা বাজিয়ে দিয়েছেন স্বয়ং বিসিসিআই সচিব জয় শাহ। কবে থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব।
লজিস্টিকের কথা মাথায় রেখে জয় শাহ জানিয়েছেন, ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগ একটি রাজ্যেই অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘টুর্নামেন্টটি ফেব্রুয়ারিতে শুরু হবে, এবং আমরা এটি একটি রাজ্যেই আয়োজন করব। আমাদের জন্য রসদটা খুবই গুরুত্বপূর্ণ। পরের বার, আমরা এটি অন্য ভাবে ভাবব।’
পরবর্তী ফটো গ্যালারি