টিম ইন্ডিয়ার জয়ে মুগ্ধ গোটা দেশ। রবিবার টম লাথাম বাহিনীকে ৪ উইকেটে হারায় 'মেন ইন ব্লু'। পাশাপাশি, এবার টেবিল টপার হয়ে গেল টিম ইন্ডিয়া। এই বিশ্বকাপে পরপর পাঁচটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে রোহিত শর্মার দল। এই জয়ে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই নিউজিল্যান্ডকে হাবুডুবু খাওয়ায় ভারত। একদিকে এই জয়কে যেমন একটি বড় জয় বলে মনে করছে প্রাক্তন ভারতীয় তারকারা। তেমনি রোহিত শর্মার ছেলেদের এই জয় মুগ্ধ ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী, অর্থাৎ পাকিস্তান। এমনকী টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছে প্রাক্তন পাক তারকা ও প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি বড় জয় বলে মনে করছেন।
তিনি বলেন, 'এই টিম ইন্ডিয়াকে আটকানো একেবারে অসম্ভব। দেখে মনে হচ্ছে এই দলের ব্রেক ফেল কোনদিনও হবে না। একটা বিশ্বকাপের দলের ঠিক এমনই হওয়া উচিত। এমন দল হওয়া উচিত যাতে পরিবর্তন সবসময় উপস্থিত থাকে, সে চোটের ক্ষেত্রেই হোক কি খেলার পরিস্থিতির ক্ষেত্রে। দেখুন যখন হার্দিক পান্ডিয়া চোটের জন্য বাইরে চলে গেল, তাঁর পরিবর্তে দলে আনা হলো মহম্মদ শামিকে। ও প্রথম বলেই উইকেট নিয়ে দেখিয়েছে। এছাড়াও সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে দলে আনা হয়েছে। এই দলের কাছে অস্ত্র সবসময় উপস্থিত। যখন যাকে ইচ্ছা কাজে লাগায়। বিশেষ করে যেভাবে এরা মাঠে নিজেদের ছক কাজে লাগিয়েছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য।'
এছাড়াও প্রাক্তন পাক তারকা আরও জানান, 'সত্যিই কি দারুণ রান তাড়া করলো ইন্ডিয়া। উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও কোনও রকম ভাবে নিজেদের ওপর চাপ নেয়নি। ঠান্ডা মাথায় পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতেছে। এটা সত্যিই একটা ভালো ব্যাপার টিম ইন্ডিয়ার জন্য বিশ্বকাপে।' ওয়াসিম আক্রম ছাড়াও টিম ইন্ডিয়ার খেলার প্রশংসা করেছেন শোয়েব মালিক, বিশেষ করে যেভাবে বোলাররা ২৭৩ রানে অলআউট করেছে নিউজিল্যান্ডকে।
উল্লেখ্য, রবিবার প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রানে অলআউট হয়ে যায়। দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন ডারিল মিচেল এবং বল হাতে পাঁচটি উইকেট নেন মহম্মদ শামি। জবাবে রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ৪৮ ওভারে ৬টি উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অর্ধশতরান করেন বিরাট কোহলি। তিনি ১০৪ বল খেলে ৯৫ রান করেন। ম্যাচের সেরা হন মহম্মদ শামি।