ভারত কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে? একটা সময় তা পুরোপুরি নির্ভর করছিল কেন উইলিয়ামসনের উইকেটের উপরে। তিনবার জীবনদান পেয়ে কিউয়িদের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন প্রাক্তন অধিনায়ক। আর নিজের ১০ ওভারের কোটার একেবারে শেষ বলে সেই কেনকে আউট করে ম্যাচটা পুরোপুরি ভারতের হাতের মুঠোয় নিয়ে চলে আসেন অক্ষর প্যাটেল। তারপরই মজার ছেলে ভারতীয় তারকা অলরাউন্ডারের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান বিরাট কোহলি। স্বভাবতই বিরাটকে সেই কাজটা করতে দেননি অক্ষর। ভারতের প্রাক্তন অধিনায়কের হাত চেপে ধরে হাসতে থাকেন। নীচে বসে পড়ে কিছু কথা বলতে থাকেন দু'জনে। আর হাসতে থাকেন। অক্ষর সম্ভবত বলছিলেন, 'বিরাট ভাই, কী করছো!' বিরাটকেও ট্রেডমার্ক মেজাজে কিছু বলতে দেখা যায়। একবার হাঁটুর কাছে হাতও দিয়ে দেন। তারপর অক্ষরকে বাহবা দিয়ে নিজের ফিল্ডিংয়ের জায়গায় চলে যান বিরাট।
ভিডিয়োয় মন ভালো হয়ে গেল নেটিজেনদের!
আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে মন ভালো হয়ে গিয়েছে নেটিজেনদের। তেমনই এক নেটিজেন বলেন, 'ওঁদের মধ্যে কী দুর্দান্ত বন্ড! মনটা ভালো হয়ে গেল।' অপর এক নেটিজেন বলেন, 'বিরাট ভাই, কতবার হৃদয় জিতবেন আর?' একজন আবার বলেন, ‘কেন উইলিয়ামসনের উইকেটের মূল্য কতটা, তা খুব ভালোভাবেই জানেন বিরাট কোহলি। বিরাটের অনেক বিনিদ্র রাত কেটেছে কেনের জন্য।’
কিং হলেও বাপুর তো পা ধরতেই হবে, মজা নেটিজেনদের!
তারইমধ্যে কেউ-কেউ আবার বিরাট এবং অক্ষরের সেই মুহূর্ত নিয়ে মজা করতে থাকেন। এক নেটিজেন বলেন, ‘দিনের শেষে অক্ষর তো বাপু (গুজরাটের ছেলে অক্ষরকে ভারতীয় দলে বাপু বলে ডাকা হয়, আর মহাত্মা গান্ধীকেও বাপু বলতেন মানুষ, আর সেই নাম নিয়ে মিল খুঁজে থাকেন অনেকে)।’ একইসুরে অপর নেটিজেন মজা করে বলেন, ‘আপনি যত বড় কিং হয়ে যান কেন, দিনের শেষে বাপুর পায়ে পড়তেই হবে।’
প্রথমে ব্যাটিং, পরে বোলিংয়ে দারুণ পারফরম্যান্স অক্ষরের
আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বাপু’ অক্ষর যা খেলেছেন, তাতে সত্যিই তাঁর প্রতি কৃতজ্ঞ পুরো ভারতও। কারণ কারণ রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'এ'-র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ভারতের স্কোর ঠেকেছিল তিন উইকেটে ৩০ রান। প্রবল চাপের মুখে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন অক্ষর। নিজে করেন ৪২ রান। চাপ কাটিয়ে পালটা কিউয়ি বোলারদের মারছিলেন।
সেই ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি অক্ষর। একটা নির্বিষ বল আচমকা কিছুটা বেশি লাফিয়ে ওঠায় আউট হয়ে যান। যে হতাশাটা বোলিংয়ে পুষিয়ে দেন। ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করেন। প্রথম ৫৯ বলে কোনও উইকেট না পেলেও ৬০ তম বলে আউট করে দেন কেনকে। যে অক্ষরের স্পেলে ডটবলের সংখ্যা ছিল ৩২।