বাংলা নিউজ > ক্রিকেট > ভিডিয়ো: রোহিতের স্ত্রীকে দেখেই হাতজোড় করে দাঁড়িয়ে পড়লেন RR বোলার আকাশ! কেন এমন করলেন মাধওয়াল?
পরবর্তী খবর
ভিডিয়ো: রোহিতের স্ত্রীকে দেখেই হাতজোড় করে দাঁড়িয়ে পড়লেন RR বোলার আকাশ! কেন এমন করলেন মাধওয়াল?
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2025, 09:25 AM ISTSanjib Halder
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, ম্যাচ-পরবর্তী সময়ে সাইডলাইনে রোহিত শর্মার সঙ্গে ছোট্ট এক আলাপচারিতায় ব্যস্ত আকাশ মাধওয়াল। পরে রোহিত গ্যালারির দিকে ইশারা করে তার স্ত্রী রিতিকা সাজদেহকে দেখান, আর আকাশ মাধওয়াল আবারও হাতজোড় করে তাঁর প্রতি নিজের সম্মান জানান।
রাজস্থান রয়্যালসের লাইনআপে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তিন প্রাক্তন খেলোয়াড়, এই তিনজনই বোলার। আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া এবং জোফ্রা আর্চার। তবে কুমার ও আর্চারের চেয়ে বেশি আবেগঘন ছিল এই দিনটা আকাশ মাধওয়ালের জন্য। দু’বছর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে অভিষেক করেছিলেন তিনি। সেই মরশুমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ রানে ৫ উইকেট নিয়ে একটি আইপিএল মরশুমে কোনও অনভিষিক্ত ভারতীয় খেলোয়াড়ের সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ড গড়েছিলেন।
জয়পুরে ম্যাচ শেষ হওয়ার পর, যেখানে তার বর্তমান দল রাজস্থান রয়্যালস ১০০ রানে হেরে যায়, আকাশ মাধওয়াল হাতজোড় করে রোহিত শর্মাকে অভিবাদন জানান। মুম্বইয়ের এই কিংবদন্তি অধিনায়কের অধীনেই তার আইপিএল অভিষেক হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, ম্যাচ-পরবর্তী সময়ে সাইডলাইনে রোহিত শর্মার সঙ্গে ছোট্ট এক আলাপচারিতায় ব্যস্ত আকাশ। পরে রোহিত গ্যালারির দিকে ইশারা করে তার স্ত্রী রিতিকা সাজদেহকে দেখান, আর মাধওয়াল আবারও হাতজোড় করে তাঁর প্রতি নিজের সম্মান জানান।
গত নভেম্বরে নিলামে রাজস্থান রয়্যালস আকাশ মাধওয়ালকে ১.২ কোটি টাকায় দলে নিয়েছিল। আইপিএল ২০২৫-এ এই ম্যাচেই ছিল তার একমাত্র উপস্থিতি, যেখানে তিনি ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ছয়টি ম্যাচ জিতে বৃহস্পতিবার তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি এক মাস আগেও পাঁচটি ম্যাচের পরে টেবিলের নবম স্থানে ছিল। সেখান থেকে এই প্রত্যাবর্তন সত্যিই দারুণ। রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারিয়ে মুম্বই পেয়েছে তাদের সপ্তম জয়, যা রাজস্থানকে প্লে-অফের দৌড় থেকে ছিটকে দেয়।
মুম্বইয়ের ওপেনার রোহিত শর্মা (৩৬ বলে ৫৩) এবং রায়ান রিকেলটন (৩৮ বলে ৬১) দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন। এরপর সূর্যকুমার যাদব (২৩ বলে ৪৮*) ও হার্দিক পান্ডিয়া (২৩ বলে ৪৮*) ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে যান ২১৭/২ রানে।