শুভব্রত মুখার্জি: টি২০ বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শিরোপা জয়ের লড়াইতে নেমেছে ২০টি দেশ।এবারেও শিরোপা জয়ের অন্যতম দাবিদার ভারত এবং অস্ট্রেলিয়া- দুই দল। দুই দেশের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন প্যাট কামিন্স এবং বিরাট কোহলি। গত ওডিআই বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা। তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ২২ গজে সব সময়েই চলতে থাকে। ব্যাট, বলের এই লড়াইতে কখনও জেতে ব্যাট, কখনও বা বল। সোশ্যাল মিডিয়াতে এই দুই ক্রিকেটারের সমর্থকরা সব সময়েই একে অপরের বিরুদ্ধে কার্যত খড়্গহস্ত বলা যেতে পারে। এমন আবহেই বিরাটকে নিয়ে করা প্যাট কামিন্সের বেশ পুরনো একটি মন্তব্য সামনে এসেছে। এবং সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। তার পরেই প্যাট কামিন্সকে সোশ্যাল মিডিয়াতে কার্যত ধুয়ে দিয়েছেন বিরাট ভক্তরা!
আরও পড়ুন: ভারতীয় দলকে নিঃসন্দেহে কোচিং করাতে পছন্দ করব- এবার নিজের মনের ইচ্ছের কথা প্রকাশ করলেন সৌরভ
তিন বছর আগে গ্রেড ক্রিকেটার পডকাস্ট নামক এক শো-তে বিরাটকে নিয়ে প্যাট কামিন্সের করা একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, বিরাট কোহলির বিরুদ্ধে যদি কেউ কোনও কথা বলে তা হলে কী ভাবে তাঁকে ভক্তদের রোষের মুখে পড়তে হয়। প্যাট কামিন্সকে সেবার বলতে শোনা গিয়েছে, ‘আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি। যেখানে সব কিছু ছোট ছোট জিনিসের উপর নজর রাখা হয়। একটু এদিক থেকে ওদিক হলেই ধেয়ে আসে আক্রমণ। এই সময়ে দাঁড়িয়ে যদি বিরাটের (কোহলি) বিরুদ্ধে কিছু বলি তাহলে পরবর্তীতে একটা বছর সময় ধরে ওর ভক্তদের আক্রমণ আমার দিকে ধেয়ে আসবে। আমার মনে আছে, আমি কয়েক বছর আগে বিরাটের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম, আমি বিরাটের জন্য ভালো কথাই বলছি। ওর প্রশংসা করছি। কিন্তু সেটা বুমেরাং হয়ে ফিরে এসেছিল।’
প্যাট কামিন্স ৩ বছর আগে বলেছিলেন, ‘বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার। অসাধারণ ব্যাটার। তবে আমি বলছি, ও আমাদের বিরুদ্ধে শতরান করবে না।’ ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে ভারতের যাওয়ার আগে এই মন্তব্য করেছিলেন প্যাট কামিন্স। সেবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে সেবার দ্বিতীয় টেস্ট ছিল পার্থে। সেই টেস্টে হেরেছিল ভারত। তবে বিরাট কোহলি দুরন্ত শতরান করেছিলেন। ১৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি।
আরও পড়ুন: ভারত কি এখনও T20 World Cup-এর জন্য প্রস্তুত নয়? ভারতের প্রাক্তনী তুলে দিলেন বড় প্রশ্ন
ঘটনাচক্রে অস্ট্রেলিয়া সফরে বিরাটের নেতৃত্বাধীন ভারত দু'টি টেস্ট সিরিজ জিতেছে। তার মধ্যে ওই টেস্ট তারা হেরেছিল পার্থে। ওই তিন বছর আগের ভিডিয়ো শেয়ার করে এক ভক্ত লেখেন, ‘প্যাট কামিন্স বলেছেন, বিরাট কোহলির ভক্তদের কোনকর্ম কাজ নেই!’ কার্যত প্যাট কামিন্সের কথাটা ঘুরিয়ে বলেন ওই ভক্ত, যাতে মানেটাই বদলে যায়। আর তার পরেই কামিন্সের উদ্দেশ্যে একের পর এক বাউন্সার ধেয়ে আসে বিরাট ভক্তদের। কেউ কেউ 'স্যান্ডপেপার গেট' ঘটনা তুলে কামিন্সকে আক্রমণ করেন। কেউ আইপিএলের ফাইনালে প্যাট কামিন্সের দলের হার নিয়ে তাঁকে কটাক্ষ ছুঁড়ে দেন।