স্বপ্নপূরণ হল কাশ্মীরি ক্রিকেটার রাসিক সালাম দারের। দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলতেন। এবার আইপিএলে বিপুল টাকা পেলেন এই ক্রিকেটার। সম্প্রতি এমার্জিং এশিয়া কাপেও দুরন্ত পারফরমেন্স ছিল এই ক্রিকেটারের। ফলে আশা করা হয়েছিল, ভারত এমার্জিং এশিয়া কাপ না জিতলেও সেখানে রাসিকের ফর্ম আইপিএলে তাঁকে ভালো টাকা এনে দিল।
আরসিবিতে রাসিক সালাম দার-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গেলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসার। দিল্লি ক্যাপিটালসে খেলার সময়ই নজর কেড়েছিলেন, কিন্তু তাঁকে পেতে যে এত দড়ি টানাটানি চলবে, একজন আনক্যাপড প্লেয়ার হওয়া সত্বেও সেটা আশা করা যায়নি। তাঁকে দলে নেওয়ায় আরসিবির পেস অ্যাটাক ভালো জায়গায় চলে এল। কারণ জোশ হেজেলউড এবং যশ দয়ালও রয়েছেন দল।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
শামি-সিরাজকে ছেড়ে রাসিক দার-
রাসিক সালাম দারকে কার পরিবর্তে আরসিবি দলে নিল সেটাও দেখতে হবে। ভারতীয় পেসার মহম্মদ সিরাজ গত আইপিএলে একদমই ছন্দে ছিলেন না। ফলে তাঁকে রিটেনও করেনি এবারে আরসিবি। এবারে তাঁকে বা মহম্মদ শামিকেও তাঁরা নেন নি। বরং রাসিক সালামকে দিয়েই সেই কাজ করাবেন অ্যান্ডি ফ্লাওয়াররা।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
রাসিক পেলেন ৬কোটি
আইপিএলের নিলামে রাসিক সালাম দারই আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেলেন। বাকিরা যেখানে ৩ কোটি টপকাতেই হিমসিম খেলেন সেখানে তিনি ৬ কোটি পেলেন অনায়াসেই। কারণ তাঁকে ধরে রাখার জন্য দিল্লি ক্যাপিটালসের কাছেও সুযোগ ছিল, তবে তাঁরা আরসিবির দেওয়ার দামের সঙ্গে পেরে ওঠেননি সালামকে নিতে।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
এমার্জিং এশিয়া কাপে ৯ উইকেট -
সদ্য শেষ হওয়া এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল হেরে গেছিল আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু সেই প্রতিযোগিতার চার ম্যাচে মোট ৯টি উইকেট নিয়েছিলেন কাশ্মীরি এই পেসার। পাকিস্তানের বিরুদ্ধেও ছিল ভালো পারফরমেন্স। প্রতিযোগিতায় তাঁর বোলিং গড় ছিল মাত্র ১০.৩৩। এই সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক কেন তাঁর পিছনে আরসিবি এই টাকা খরচা করেছে।