বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy 2024 QF Day 1 Highlights: পূজারা-রাহানের ব্যর্থতার দিনে দারুণ শতরান সরফরাজের ভাই মুশিরের, ফ্লপ KKR তারকাও
পরবর্তী খবর

Ranji Trophy 2024 QF Day 1 Highlights: পূজারা-রাহানের ব্যর্থতার দিনে দারুণ শতরান সরফরাজের ভাই মুশিরের, ফ্লপ KKR তারকাও

মুশির খান। (ছবি সৌজন্যে Jio Cinema)

Ranji Trophy 2024 Quarter Final Highlights:: বিদর্ভ বনাম কর্ণাটক, মুম্বই বনাম বরোদা, তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র এবং মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ- আজ শুরু হয়েছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্বের চারটি ম্যাচ। সেই চারটি ম্যাচের হাইলাইটস দেখুন।

অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার ব্যর্থতার দিনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত শতরান হাঁকালেন ১৮ বছরের মুশির খান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের জাত চেনানোর পরে শুক্রবার মুম্বইকে প্রবল চাপের মধ্যে থেকে বের করে আনেন। দলের বাকি ব্যর্থতার মধ্যে দুর্দান্ত শতরান হাঁকান। তাঁর কারণেই প্রথম দিনের শেষে কিছুটা স্বস্তিতে আছেন রাহানেরা।  অন্যদিকে, ইতিমধ্যে প্রথম ইনিংসে অল-আউট হয়ে গিয়েছে পূজারার সৌরাষ্ট্র। ভালো শুরু করেও ধস নেমে চাপে পড়ে গিয়েছে মধ্যপ্রদেশ। ভালো প্রত্যাবর্তন করেছে অন্ধ্রপ্রদেশ। আর কর্ণাটকের বিরুদ্ধে ভালো জায়গায় আছে বিদর্ভ।

রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালের স্কোরকার্ড

রঞ্জি ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের স্কোরকার্ড

রঞ্জি ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনালের স্কোরকার্ড

রঞ্জি ট্রফির চতুর্থ কোয়ার্টার ফাইনালের স্কোরকার্ড

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের টাটকা আপডেট

প্রথম দিনের শেষে বিদর্ভের স্কোর তিন উইকেটে ২৬১ রান। ১০৯ রান করেছেন অথর্ব তাইদে।৯৩ রান করেন যশ রাঠোর।

— প্রথম দিনের শেষে ১৬০ রানে পিছিয়ে আছে তামিলনাড়ু। প্রথম ইনিংসে ১৮৩ রানে অল-আউট হয়ে গিয়েছে সৌরাষ্ট্র। আর দিনের শেষে তামিলনাড়ুর স্কোর এক উইকেটে ২৩ রান।

— ভালো শুরু করেও খেই হারিয়ে ফেলেছেন মধ্যপ্রদেশ। দিনের শেষে ৮১ ওভারে মধ্যপ্রদেশের স্কোর নয় উইকেট ২৩৪ রান। ক্রিজে আছেন সারাংশ জৈন। সঙ্গে আছেন কুলবন্ত খেজরোলিয়া। অন্ধ্রপ্রদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন কে শশীকান্ত। তিনটি উইকেট নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি।

— রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালের প্রথম দিনের খেলার শেষে ৯০ ওভারে পাঁচ উইকেটে ২৪৮ রান তুলল মুম্বই। একাই অপরাজিত ১২৮ রান করেছেন মুশির খান। ২১৬ বল খেলে ফেলেছেন তিনি। হার্দিক তামোরে ১৬৩ বলে ৩০ রানে খেলছেন। বরোদার হয়ে চারটি উইকেটে নিয়েছেন ভার্গব ভাট।

— দাদা সরফরাজ খান জাতীয় দলের হয়ে খেলছেন বলে রাঁচিতে আছেন। সেইসময় রঞ্জিতে শতরান হাঁকালেন ভাই মুশির খান। প্রবল চাপের মুখে শতরান হাঁকালেন।

—মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ: কামব্যাক করল অন্ধ্রপ্রদেশ। একটা সময় বিনা উইকেটে ১২৩ রান ছিল মধ্যপ্রদেশের। সেখান থেকে ৪৮.২ ওভারে স্কোর দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ১৫৪ রান। বেঙ্কটেশ আইয়ার রান পাননি। চার বলে এক রান করেন।

— ৫৭ ওভারে মুম্বইয়ের স্কোর পাঁচ উইকেটে ১৭২ রান। রঞ্জিতে সেঞ্চুরির পথে মুশির খান। ১৩৫ বলে ৭৮ রানে খেলছেন মুশির। হার্দিক তামোরে ৪৬ বলে পাঁচ রানে খেলছেন।

— তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র: মধ্যাহ্নভোজের বিরতি। ৩৬ ওভারে সৌরাষ্ট্রের স্কোর তিন উইকেটে ৮৬ রান। ক্রিজে আছেন হার্ভিক দেশাই (৪৯ রান) এবং অর্পিত ভাসাওয়াডা (১২ রান)। একটি করে উইকেট পেয়েছেন সন্দীপ ওয়ারিয়র, সাই কিশোর এবং অজিত রাম।

— বিদর্ভ বনাম কর্ণাটক: মধ্যাহ্নভোজের বিরতি নাগপুরে। বিদর্ভের স্কোর ৩৩ ওভারে এক উইকেটে ৯৫ রান। খেলছেন যশ রাঠোর (৪৪ রান) এবং অথর্ব তাইদে (৩১ রান)।

— মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ: মধ্যাহ্নভোজের বিরতি ইন্দোরে। ৩২ ওভারে মধ্যপ্রদেশের স্কোর বিনা উইকেটে ১০৮ রান। ৫৪ রানে খেলছেন যশ দুবে। ৪৫ রানে অপরাজিত আছেন হিমাংশু মন্ত্রী।

— মুম্বই বনাম বরোদা: মধ্যাহ্নভোজের বিরতি মুম্বইয়ে। ৩৫ ওভারে মুম্বইয়ের স্কোর চার উইকেটে ১১৭ রান। ক্রিজে আছেন মুশির খান (৭৭ বলে ৩৯ রান)। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ খেলেছেন। সঙ্গে খেলছেন সূর্যাংশ শেড়গে। ১৪ বলে ১০ রান করেছেন। বরোদার হয়ে তিনটি উইকেট নিয়েছেন ভার্গব ভাট। ১২ ওভারে ৩৬ রান দিয়েছেন।

— অজিঙ্কা রাহানেও ব্যর্থ হলেন। বরোদার বিরুদ্ধে ১৩ বলে তিন রান করেন মুম্বইয়ের অধিনায়ক। ভার্গব ভাটের বলে আউট হয়ে গিয়েছেন। ২৯ ওভারে মুম্বইয়ের স্কোর তিন উইকেটে ৯৭ রান। ক্রিজে আছেন মুশির খান (৬২ বলে ৩০ রান)। শামস মুলানি অপরাজিত আছেন পাঁচ রানে।

— রাঁচিতে যখন ভারত টেস্টে খেলছে, তখন রঞ্জি ট্রফিতে খেলতে নেমে রান পেলেন না চেতেশ্বর পূজারা। ২২ বলে দু'রান করে আউট হয়ে গেলেন। অজিত রাম আউট করলেন। আপাতত ২৬ ওভারে সৌরাষ্ট্রের স্কোর তিন উইকেটে ৬৬ রান।

— দ্বিতীয় উইকেট পড়ল সৌরাষ্ট্রের। আউট হয়ে গেলেন শেলডেন জ্যাকসন। ৪১ বলে ২২ রান করেন। তাঁকে আউট করলেন সাই কিশোর। সৌরাষ্ট্রের স্কোর ১৭ ওভারে দু'উইকেটে ৫৩ রান। এবার চেতেশ্বর পূজারা ক্রিজে নেমেছেন। দুটি বল খেলেছেন। কোনও রান করতে পারেননি।

— বড় শট মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন পৃথ্বী শ। লেগসাইড দিয়ে বিশাল ছক্কা মারার চেষ্টা। উইকেটের এত বাইরে বেরিয়ে আসেন যে সহজই বল ধরে স্টাম্প করে দেন বরোদার উইকেটকিপার মিতেশ প্যাটেল। উইকেট পেলেন ভার্গব ভাট। ৪৬ বলে ৩৩ রান করেন। ১৩.২ ওভারে মুম্বইয়ের স্কোর এক উইকেটে ৫৭ রান। ক্রিজে আসছেন মুশির খান। 

— মুম্বই বনাম বরোদা: দাপটের সঙ্গে খেলছেন মুম্বইয়ের দুই ওপেনার - পৃথ্বী শ এবং ভূপেন লালওয়ানি। ১৩ ওভারে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। পৃথ্বী খেলছেন ৪৪ বলে ৩৩ রানে। ৩৪ বলে ১৭ রান করেছেন লালওয়ানি।

— মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ: ১০ ওভারে মধ্যপ্রদেশের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। যশ ধুবে খেলছেন ২৬ রানে। হিমাংশু মন্ত্রী খেলছেন ১৮ রানে।

— বিদর্ভ বনাম কর্ণাটক: একটি উইকেট হারিয়ে ফেলেছে বিদর্ভ। ধ্রুব শোরেকে আউট করেছেন বাসুকি কৌশিক। ২৬ বলে ১২ রান করেন তিনি। আপাতত ক্রিজে আছেন অথর্ব তাইদে (৩১ বলে নয় রান)। ১২ বলে আট রানে খেলছেন যশ রাঠোর। ১১.৩ ওভারে স্কোর এক উইকেটে ৩০ রান।

— তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র: প্রথম উইকেট হারালেও আপাতত ধরে খেলছে সৌরাষ্ট্র। নয় ওভারে স্কোর এক উইকেটে ৩৫ রান। হার্ভিক দেশাই খেলছেন ২১ রানে (২৮ রান)। ২৩ বলে ১৩ রানে খেলছেন শেলডন জ্যাকসন।

— বিদর্ভ বনাম কর্ণাটক: সাত ওভারে বিদর্ভের স্কোর বিনা উইকেটে ২২ রান। ১৯ বলে নয় রানে খেলছেন অথর্ব তাইদে। ২৩ বলে ১২ রানে খেলছেন ধ্রুব শোরে।

— মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ: পাঁচ ওভারে মধ্যপ্রদেশের স্কোর বিনা উইকেটে ২৬ রান। ১৮ রানে খেলছেন যশ দুবে। আট রানে খেলছেন হিমাংশু মন্ত্রী।

— তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র: চার ওভারে সৌরাষ্ট্রের স্কোর এক উইকেটে সাত রান। হার্ভিক দেশাই খেলছেন ১২ বলে পাঁচ রানে। শেলডন জ্যাকসন খেলছেন এক রানে। তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে গিয়েছে কেভিন জিভরজনী। কোনও রান পাননি। উইকেট নিয়েছেন সন্দীপ ওয়ারিয়র।

— মুম্বই বনাম বরোদা: ভালো শুরু মুম্বইয়ের। চার ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ২২ রান। ১৩ বলে ১৪ রানে খেলছেন পৃথ্বী শ। ভূপেন লালওয়ানি খেলছেন ১২ বলে ছয় রানে।

— রঞ্জি ট্রফির চতুর্থ কোয়ার্টার ফাইনাল: টসে হারল অন্ধ্রপ্রদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং মধ্যপ্রদেশের।

— রঞ্জি ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনাল: টসে জিতল সৌরাষ্ট্র। তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ব্যাটিং করবে।

— রঞ্জি ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের।

— বরোদার প্রথম একাদশ: বিষ্ণু সোলাঙ্কি (অধিনায়ক), জ্যোৎস্নিল সিং, প্রিয়াংশু মোলিয়া, শাশ্বত রাওয়াত, নিনাদ রথভা, মিতেশ প্যাটেল (উইকেটকিপার), শিবালিক শর্মা, ভার্গব ভাট, রাজ লিম্বানি, মহেশ পিথিয়া এবং লুকম্যান মেরিওয়ালা।

— মুম্বইয়ের প্রথম একাদশ: পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুশির খান, সূর্যাংশ শেডগে, মোহিত আওয়াস্তি, শার্দুল ঠাকুর, হার্দিক তামোরে (উইকেটকিপার), শামস মুলানি, তুষার দেশপাণ্ডে এবং তনুশ কোটিয়ান।

— রঞ্জি ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কর্ণাটকের।

— ২০২৪ সালের রঞ্জি ট্রফির ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে রঞ্জি ট্রফির ফাইনাল।

— রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল। সেই সেমিফাইনাল শুরু হবে আগামী ২ মার্চ থেকে। অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তামিলনাড়ু/সৌরাষ্ট্র এবং মধ্যপ্রদেশ/অন্ধ্রপ্রদেশ।

— রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী দল বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল। আগামী ২ মার্চ থেকে সেমিফাইনাল শুরু হবে। অর্থাৎ প্রথম সেমিফাইনালে লড়াই হবে বিদর্ভ/কর্ণাটক বনাম মুম্বই/বরোদা।

আরও পড়ুন: Ranji Trophy 2024: শ্রেয়স আইয়ারের কি আদৌ চোট লেগেছে? ফাঁস NCA রিপোর্ট, নাইট ক্যাপ্টেনকে নিয়ে জল্পনা

২০২৪ সালের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছে মুম্বই, সৌরাষ্ট্র, কর্ণাটক, বিদর্ভ, বরোদা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। গতবার রানার্স-আপ হলেও এবার কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি বাংলা। শোচনীয় পারফরম্যান্সের পরে গ্রুপ থেকে ছিটকে গিয়েছে। যে গ্রুপ থেকে কোয়ার্টারে উঠেছে মুম্বই এবং অন্ধ্রপ্রদেশ।

— আজ থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বিদর্ভ এবং কর্ণাটক। খেলা হচ্ছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে লড়াই মুম্বইয়ের। খেলা হচ্ছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স গ্রাউন্ডে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি তামিলনাড়ু এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। খেলা হচ্ছে কোয়েম্বাটোরের শ্রী রামকৃষ্ণ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স গ্রাউন্ডে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ। খেলা হচ্ছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। সেই চারটি ম্যাচর লাইভ স্কোর ও টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

Latest News

পরকীয়ায় লিপ্ত হতে পারে সঙ্গী? হাতের বিবাহ রেখার এই ধরনই বলে দেবে অদ্রিজার জন্মদিন উদযাপন করলেন দেবচন্দ্রিমা! কত বছর বয়স হল নায়িকার? লন্ডনে জমকালো পার্টি! গলা জড়িয়ে গান গাইলেন 'পলাতক' ললিত-বিজয় সীমান্তে মোষ পাচার রুখতে গিয়ে আক্রান্ত BSF, পাল্টা গুলিতে নিহত বাংলাদেশি মাঝ আকাশে সহযাত্রীর ওপর হামলা! ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার, ঠিক কী ঘটেছিল? ‘টেস্ট ক্রিকেটে জলদি আউট হলেই..’,রাজকীয় ২৬৯র দিনে ভাইরাল গিলের ছোটবেলার ভিডিয়ো স্বপ্নে নিজেকেই নিজের চুল কাটতে দেখছেন? এ কি আদৌ শুভ লক্ষণ? 'চোখ দুটো অসম্ভব সুন্দর…', কাকে জড়িয়ে ধরে মনের কথা জানালেন জিতু? ফাঁস ভিডিয়ো দাম্পত্য সমস্যা ও মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে, মঙ্গল গৌরী ব্রতের দিনে করুন এইকাজ ত্রিনিদাদ সফরে মোদী, প্রধানমন্ত্রী কমলা বিসেসারকে ‘বিহারের কন্যা’ বলে সম্বোধন

Latest cricket News in Bangla

‘টেস্ট ক্রিকেটে জলদি আউট হলেই..’,রাজকীয় ২৬৯র দিনে ভাইরাল গিলের ছোটবেলার ভিডিয়ো ইংল্যান্ডে আমার দেখা সেরা ইনিংস! গিলকে প্রশংসায় ভরালেন মহারাজ ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর এজবাস্টনে এলেন বৈভব! আউটের ভয়ে সময় নষ্টের চেষ্টা ব্রুকের! দেখেই চটলেন পন্ত, গিল! প্রতিবাদ জানালেন BCCI-র নিয়ম ভাঙলেন জাদেজা, তবুও পেলেন না শাস্তি! কিন্তু কোন কারণে ছাড় পেলেন? ইংল্যান্ডের মাটিতে একাধিক ইতিহাস গড়লেন গিল! পিছনে ফেললেন বিরাট-সচিন-গাভাসকরদের শুভমন গিলকে ভারতের টেস্ট অধিনায়কত্ব করতে দেখে মুখ খুললেন রশিদ খান যশস্বীকে আউট করতে হলে… ভারতীয় ওপেনারের দুর্বলতা ধরালেন চেতেশ্বর পূজারা সুন্দরকে খেলানোয় অখুশী গাভাসকর! তবে গম্ভীর-গিলের পাশেই দাঁড়াচ্ছেন ইরফান পাঠান বুমরাহকে বসিয়ে দেওয়ায় রেগে আগুন স্টেইন! বলছেন, ‘ও ফুটবলের রোনাল্ডোর মতো’

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.