Shikhar Dhawan announced Retirement: শনিবার, ২৪ অগস্ট আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ক্রিকেট মাঠের গব্বর নামে পরিচিত এই খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিয়ো পোস্ট করে নিজের অবসরের ঘোষণা করলেন।
নিজের অবসর ঘোষণা করার জন্য শিখর ধাওয়ান এক্স-এ একটি ভিডিয়ো পোস্ট করেছেন। এই পোস্টে শিখর ধাওয়ান লিখেছেন, ‘আমার ক্রিকেট যাত্রার এই অধ্যায়টি বন্ধ করার সাথে সাথে আমি আমার সাথে অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ! জয় হিন্দ!’
আরও পড়ুন… RCB: ৫ ছক্কা হজম করা যশ দয়ালের ডুবন্ত কেরিয়ারকে কীভাবে রক্ষা করেছিলেন বিরাট কোহলি?
২০২২ সালের ডিসেম্বরে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে শিখর ধাওয়ান তার শেষ ম্যাচ খেলেছিলেন, তারপর থেকে তিনি ক্রমাগত দলের বাইরে ছিলেন। তবে, ধাওয়ানকে আইপিএল ২০২৫-এ খেলতে দেখা যেতে পারে কারণ তিনি ভিডিয়োতে আইপিএল থেকে অবসর নেওয়ার বিষয়ে কিছু বলেননি।
ভিডিয়োতে ধাওয়ানকে বলতে দেখা যাচ্ছে, ‘সবাইকে হ্যালো! আজ আমি এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছি যেখান থেকে যখন আমি পিছনে ফিরে তাকাই তখন আমি কেবল স্মৃতি দেখতে পাই এবং যখন আমি সামনে তাকাই তখন আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি। আমার সবসময় একটাই গন্তব্য ছিল, টিম ইন্ডিয়ার হয়ে খেলা এবং সেটাও হয়েছে। যার জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ। সকলের আগে আমার পরিবার...আমার ছোটবেলার কোচ তারক সিনহা জি...মদন শর্মা জি যার অধীনে আমি ক্রিকেট শিখেছি।’
আরও পড়ুন… ইংল্যান্ড থেকে মেলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠালেন পাপন, BCB-র নতুন সভাপতি ফারুক আহমেদ
ধাওয়ান আরও বলেন, ‘আমি একটি দল পেয়েছি যার সঙ্গে আমি বছরের পর বছর খেলেছি, আমি আরেকটি পরিবার পেয়েছি... আমি একটি নাম পেয়েছি এবং আমি আপনাদের সবার ভালবাসা পেয়েছি। তবে সকলেই বলে যে গল্পে এগিয়ে যেতে পাতা উল্টাতে হয়, তাই আমিও তাই করতে যাচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’
আরও পড়ুন… ভিডিয়ো: ম্যাচের মাঝেই মাঠের ধারে প্রস্রাব করছিলেন ফুটবলার! লাল কার্ড দেখালেন রেফারি
ভিডিয়োর শেষে শিখর ধাওয়ান বলেছেন, ‘এবং এখন যখন আমি আমার ক্রিকেট যাত্রাকে বিদায় জানাচ্ছি, তখন আমার হৃদয়ে একটা শান্তি আছে যে আমি আমার দেশের জন্য অনেক খেলেছি এবং আমি BCCI-DDCA-এর কাছে অনেক কৃতজ্ঞ আমাকে দেওয়ার জন্য। সুযোগ দেওয়া এবং আমার সমস্ত ভক্ত যারা আমাকে অনেক ভালোবাসে। মনে মনে এটাই বলি, ভাই, তুমি আর তোমার দেশের হয়ে খেলবে না বলে দুঃখ করো না, তবে দেশের হয়ে যে খেলাটা খেলেছি সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা...’