শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে একেবারেই ভালো ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স দল। পাশাপাশি ব্যাট হাতে ফর্মে দেখা যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও। গত ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বলে প্রথমেই আউট হয়ে ফিরে যেতে হয়েছিল তাঁকে। এমন আবহেই রোহিত শর্মাকে দেখা গেল একেবারে ফুরফুরে মেজাজে। নিজের পরিবার, বিশেষ করে মেয়ের প্রতি যে তিনি কতটা যত্নশীল, তা আরও একবার ধরা পড়ল ক্যামেরায়।
আরও পড়ুন: মুম্বইকে নিশ্চিন্ত করে দলে ঢুকতে পারেন সূর্য, তবে বাদ পড়বেন কে? একাদশে বদল আনবে দিল্লি?
মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে পরবর্তী ম্যাচ খেলার আগে পরিবারকে সঙ্গে নিয়ে সফর করেছিলেন রোহিত শর্মা। সঙ্গে ছিলেন স্ত্রী ঋত্ত্বিকা সাজদে এবং মেয়ে সামাইরা। বাবার কোলেই ছিল রোহিতের ফুটফুটে মেয়ে। বাবার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমচ্ছিল সে। রোহিতের পিঠে ছাল ব্যাগ, মাথায় ছিল বাদামি রঙের একটি টুপি এবং পরনে ছিল সাদা রঙের জামা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন তারা। রোহিতের পিছনেই ছিলেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন: জানতাম একটা ইনিংসেই খেলা ঘুরতে পারে, ভাগ্যের সহায়তা পেয়েছি- সেঞ্চুরি করে অকপট বাটলার
রোহিতকে দেখেই স্বাভাবিক ভাবেই ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। রোহিতের নাম ধরে চিৎকার শুরু করেন সমর্থকেরা। এই সময়েই মেয়ের ঘুম যাতে নষ্ট না হয়, সেই কারণে ঠোঁটের উপর আঙুল রেখে ভক্তদের চুপ করতে অনুরোধ করেন যত্নশীল এক বাবা।
প্রসঙ্গত, চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে। তাদের তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। মরশুমের শুরুতেই দলের অধিনায়কত্ব বদল করেছিল ফ্র্যাঞ্চাইজি। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
আরও পড়ুন: আমাদের আরও ১০-১৫ রান বেশি করার দরকার ছিল- ঘুরিয়ে কি কোহলির স্লো ব্যাটিংকে দুষলেন ফ্যাফ?
হার্দিকের নেতৃত্বে দল এখনও পর্যন্ত ছন্নছাড়া ক্রিকেট খেলছে। প্রিয় দলের পারফরম্যান্স খারাপ হওয়ার ফলে বারবার সদস্য সমর্থকদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে হার্দিককে। ব্যক্তিগত ভাবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স ও খুব একটা ভালো নয়। তিনিও ব্যাট বা বলে বলার মতন কিছু এখনও পর্যন্ত করতে পারেননি।