শুভব্রত মুখার্জি:- ওডিআই বিশ্বকাপের ফাইনালের ব্যর্থতাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে মরিয়া ভারতীয় দল। সামনের বছরেই রয়েছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগেই সেই বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে নিতে শুরু করেছে ভারতীয় দল। ঘরের মাঠে টি-২০ সিরিজে নবীন তারকাদের নিয়ে গঠিত ভারতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে রবিবার তিরুবনন্তপুরমে নামে ভারতীয় দল। সেখানেই প্রথমে ব্যাট করতে নেমে একাধিক নজির গড়লেন যশস্বী জসওয়ালরা।
আন্তর্জাতিক টি-২০'তে এক ইনিংসে ভারতের দলগত সর্বাধিক রান, তালিকায় জায়গা পেল তিরুবনন্তপুরমের ম্যাচ। এই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রবিবারের ম্যাচটি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে অজিদের বিরুদ্ধে ভারত করেছে ৪ উইকেটে ২৩৫ রান। তালিকায় শীর্ষে রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত করেছিল ৫ উইকেটে ২৬০ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৯ সালের মুম্বইতে হওয়া ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দল ৩ উইকেটে ২৪০ রান করে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২২ সালে গুয়াহাটিতে খেলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এই ম্যাচে ভারত তিন উইকেট হারিয়ে করেছিল ২৩৭ রান। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ২০২৩ সালেই আমদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচ।এই ম্যাচে ভারত ৪ উইকেট হারিয়ে করে ২৩৪ রান।
এছাড়াও এদিনের ম্যাচে টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান করা দলগুলোর তালিকায় জায়গা করে নিল ভারতীয় দল। তালিকায় প্রথমে রয়েছে ২০১৭ সালের অকল্যান্ডে হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচে নিউজিল্যান্ড দল ৬ উইকেটে ২৪৩ রান করেছিল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আজকের তিরুবনন্তপুরমের ম্যাচ। এই ম্যাচে ভারত ৪ উইকেট হারিয়ে করে ২৩৫ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ২০১৮ সালে বার্মিংহামে তারা করেছিল ২২১/৫। তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে ফেল রয়েছে নিউজিল্যান্ড দল।২০২১ সালে ডুনেডিনে কিউয়িরা করেছিল ৭ উইকেটে ২১৯ রান। ২০১০ সালে ক্রাইস্টচার্চে তারা করেছিল ২১৪/৬ রান। এদিন ভারতের হয়ে যশস্বী জসওয়াল (৫৩), রুতুরাজ গায়কোয়াড় (৫৮) এবং ইশান কিষান (৫২) অর্ধশতরানের ইনিংস খেলেন।