ইংল্যান্ডের কোচ ম্যাকালাম এবং অধিনায়ক স্টোকসের সময়কালে ব্যাজবল পদ্ধতি সাড়া ফেলে দিয়েছে। ইংল্যান্ডের পরবর্তী চ্যালেঞ্জ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তবে ভারতের প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং দাবি করেছেন, ভারতের মাটিতে এই ব্যাজবল স্ট্র্যাটেজি সাফল্য পাবে না।
ইংল্যান্ডের ব্যাজবল স্ট্র্যাটেজি ভারতে সাফল্য পাবে না বলে দাবি হরভজনের।
শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে এক নয়া আক্রমণাত্মক পদ্ধতিতে খেলা শুরু করেছে ইংল্যান্ড দল। তাদের এই খেলার পদ্ধতিতে খেলা নজর কেড়েছে বিশেষজ্ঞদের। টেস্ট ফর্ম্যাটে টি-২০-এর মতো খেলার এই ধরনকে সমর্থকেরা আখ্যা দিয়েছেন 'ব্যাজবল'। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং অধিনায়ক বেন স্টোকসের সময়কালে এই পদ্ধতিতে খেলে বেশ সাফল্য পেয়েছে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের পরবর্তী চ্যালেঞ্জ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। এই সিরিজে ইংল্যান্ড কী ধরনের পদ্ধতিতে খেলবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এমন আবহে প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং দাবি করেছেন, ভারতের মাটিতে এই ব্যাজবল স্ট্র্যাটেজি সাফল্য পাবে না।
হরভজনের মতে, ‘ভারতের মাটিতে ব্যাজবল স্ট্র্যাটেজিতে ক্রিকেট খেলাটা খুব কঠিন। এখানে এই পদ্ধতির ক্রিকেট খেলাটা একেবারেই সাফল্য পাবে না। ভারতের পরিবেশ পরিস্থিতি ইংল্যান্ডের জন্য খুব কঠিন হতে চলেছে । আমি মনে করি, টেস্টের প্রথম দিন প্রথম বল থেকেই বল স্পিন করা শুরু করবে। দুই দলের স্পিনাররাই এই ২২ গজ থেকে যথেষ্ট সাহায্য পাবে না। ব্যাটারদের কাজটা কঠিন হতে চলেছে। এই উইকেটে ব্যাজবল স্ট্র্যাটেজিতে খেলা টানা চালিয়ে যাওয়া খুব খুব কঠিন।’
পাশাপাশি এই সিরিজে ভারতের ভালো পারফরম্যান্স নিয়েও যথেষ্ট আশাবাদী হরভজন সিং। তিনি বলেছেন, ‘ভারতের মাটিতে ইংল্যান্ড তখনই বিপক্ষের বিরুদ্ধে সাফল্য পাবে, যখন প্রাধান্য রেখে খেলতে পারবে। যখন উইকেটে স্পিনারদের জন্য কোনও সাহায্য থাকবে না।’ পাশাপাশি আগামী টি-২০ বিশ্বকাপের দল নিয়ে বলতে গিয়ে হরভজন সিং বলেছেন, ‘আমেরিকাতে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি, আমেরিকার উইকেট স্পিন সহায়ক হবে। দলে তিনটি স্পিনার রাখার প্রয়োজন রয়েছে। ভারত দলে তিন স্পিনার রাখাই উচিত বলে আমি মনে করি। কারণ পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবে। আমি প্রথমেই দলে যুজবেন্দ্র চাহালকে রাখব। যদিও আমি জানি না, কেন বারবার ওকে অবহেলা করা হচ্ছে। এই মুহূর্তে ভারতে চাহালের থেকে ভালো লেগ স্পিনার নেই। ও খুব চালাক বোলার। এখানে রবীন্দ্র জাদেজা নিশ্চিত ভাবে জায়গা পাবে। আর ভারতের উচিত, একজন অফ স্পিনারকে খেলানো। সেখানে হয়তো ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে।’