ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগেই ৫ রান করে ফেলেছে। ভাবছেন, এমনটাও সম্ভব? কিন্তু এটাই ঘটেছে। শুক্রবার রাজকোটে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের ঘটনা এটি। ভারত তাদের ভুলের মাশুল এভাবেই দিয়েছ। টিম ইন্ডিয়া শাস্তি পাওয়ায় লাভবান হয়েছে ইংল্যান্ড।
ভারতের প্রথম ইনিংস চলাকালীন ১০২ ওভারে রেহান আহমেদ বল করার সময় ঘটনাটি ঘটে। ইংল্যান্ডের স্পিনারের ডেলিভারি কভারের দিকে পাঠিয়ে রান নিতে যান অশ্বিন। ওই সময় ধ্রুব জুরেল তাঁকে ফিরে যেতে ইশারা করেন। সেই সময় অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান। ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনকে তিরস্কার করেন। এবং তিনি ৫ রান পেনাল্টি দেওয়ার শাস্তির কথা জানান।
আরও পড়ুন: অভিষেক টুপি দেওয়ার সঙ্গে নিজের ব্যাডলাকটাও সরফরাজকে দিয়ে ফেলেছি- আফসোস কুম্বলের
এই পেনাল্টির জন্য ভারতের কোনও রান কাটা যাবে না। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামবে, তখন তাদের স্কোরবোর্ড থাকবে ৫/০। এর আগে রবীন্দ্র জাদেজাকেও ঠিক একই কারণে সতর্ক করা হয়েছিল। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তিনি তৃতীয় টেস্টের প্রথম দিন একই কাজ করেছিলেন। এ বার অশ্বিনও একই ভুল করায় ভারতের পেনাল্টি হল। অশ্বিন আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হননি। তিনি আম্পায়ারকে বার বার বোঝাতে থাকেন বিষয়টি। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। উইলসন হাত উঁচু করে ৫ রানের ইশারা করেন যা, ইংল্যান্ডের ব্যাটিং শুরুর সময় রান হিসেবে যোগ হবে। একই ভুল দু'বার ঘটায় শাস্তি পেতে হল ভারতকে।
আরও পড়ুন: দুরন্ত ছন্দে থাকা সরফরাজ রানআউট হন তাঁর ভুলেই, করজোড়ে ক্ষমা চাইলেন জাড্ডু
এমসিসির নিয়মের ৪১,১৪.১ ধারা অনুযায়ী, যা আনফেয়ার প্লে বিভাগের অধীনে আসে, ‘ইচ্ছাকৃত ভাবে বা এড়ানো যায়, এমন ক্ষেত্রে পিচের ক্ষতি করা অন্যায্য। যদি স্ট্রাইকার বল খেলতে গিয়ে বা খেলার সময়ে সুরক্ষিত এলাকায় ঢুকে পড়ে, তবে তাঁকে অবশ্যই সেখান থেকে সরে যেতে হবে।’ আইনে আরও বলা হয়েছে যে, যদি কোনও ব্যাটার যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভুল করে বসেন তবে প্রথমে সতর্ক করা হবে, এবং পুনরায় একই ঘটনা ঘটলে শাস্তি পেতে হবে। ইনিংস চলাকালীন দলের যে কোনও সদস্য এই অপরাধের পুনরাবৃত্তি করলে, ব্যাটিং দলকে পাঁচ রানের শাস্তি দেওয়া হবে।
উল্লেখ্য, লাঞ্চ বিরতি অবধি ৭ উইকেট হারিয়ে ৩৮৮ রান তুলেছে ভারত। ৩১ রানে অপরাজিত রয়েছেন ধ্রুব জুরেল এবং রবিচন্দ্রন অশ্বিন করেছেন অপরাজিত ২৫ রান।