ভারতীয় ক্রিকেট দলের ২০২৪ সালে শুরুটা ছিল যতটা ভালো, শেষটা হয়েছে ততটাই খারাপ। কারণ বছর শুরুতেই ছিল দঃ আফ্রিকা সিরিজ, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টি২০ বিশ্বকাপ। টিম ইন্ডিয়া রোহিতের অধিনায়কত্বে দুরন্ত পারফরমেন্সই করে এবং দেশ বিদেশের মাটিতেও ভারতের জয়ধ্বজা উড়িয়েছিল। টি২০ বিশ্বকাপ নিঃসন্দেহে এর মধ্যে সব থেকে বড় সাফল্য।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
তবে জুন মাসের টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই যেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের অবনতি শুরু। এমনিতেই বিশ্বকাপ জিতেই রোহিত, জাদেজা, বিরাট ঘোষণা করেছিলেন টি২০তে আর তাঁরা খেলবেন না। এরপর অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে, তিনি অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত কোনও সিরিজই হারেননি। তাঁর দলেও সঞ্জু স্যামসনরা ভালোই খেলছেন।
তবে ভারতীয় দল বহু দশক পর প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে হেরে যায় ওডিআইতে, রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই শুরু এরপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতলেও রোহিত বিরাটের রান তেমন ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলে ভারতীয় দল হেরে বসে টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ায় গিয়ে সাড়া জাগিয়ে শুরু করার পরেও ১-২তে সিরিজে পিছিয়ে গিয়ে বছর শেষ করেছে টিম ইন্ডিয়া। গোটা বছরে ১৫ টেস্টে ৮টায় জিতেছে ভারত, হেরেছে ৬টায়। গোটা বছরে ওডিআইতে একটি ম্যাচেও জিততে পারেনি ভারত।
তবে ২০২৪র ইতিবাচক দিকগুলো খুঁজে বের করেই গৌতম গম্ভীর-রোহিত শর্মারা চাইবেন নতুন বছরে সাফল্য পেতে। ২০২৫ সালে ভারতীয় দলের সামনে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ জয়ের সুযোগ। এছাড়াও রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের মতো গুরুত্বপূর্ণ খেলা বছরের শুরুতেই জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট সিডনিতে
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ-
২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ চেন্নাইতে
২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ কলকাতায়
২৮ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ রাজকোটে
৩১ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে পুণেতে
২রা ফেবরুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচ মুম্বইতে
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ-
ফেবরুয়ারির ৬ তারিখ প্রথম একদিনের ম্যাচ নাগপুরে
ফেবরুয়ারির ৯ তারিখ দ্বিতীয় একদিনের ম্যাচ কটকে
ফেবরুয়ারির ১২ তারিখ তৃতীয় একদিনের ম্যাচ আহমেদাবাদে
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সূচি-
ভারত বনাম বাংলাদেশ ২০ ফেবরুয়ারি দুবাইতে
ভারত বনাম পাকিস্তান ২৩ ফেবরুয়ারি দুবাইতে
ভারত বনাম নিউজিল্যান্ড ২ মার্চ দুবাইতে
সেমিফাইনাল ৪ মার্চ, ফাইনাল ৯ মার্চ
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ-
জুনের ২০ তারিখ থেকে হেডিংলেতে শুরু প্রথম টেস্ট
জুলাইয়ের ২ তারিখ থেকে এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট
জুলাইয়ের ১০ তারিখ থেকে লর্ডসে শুরু তৃতীয় টেস্ট
জুলাইয়ের ২৩ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট
জুলাইয়ের ৩১ তারিখ থেকে দ্যা ওভালে শুরু পঞ্চম টেস্ট
২০২৫র শেষেও টানা ম্যাচ ভারতের-
এরপর অগাস্ট মাসে বাংলাদেশে ভারত যাবে ৩ ম্যাচের টি২০ ও ৩ ম্যাচে ওডিআই সিরিজ খেলতে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ আসবে ভারতে দুটি টেস্ট খেলতে। অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। নভেম্বরে ভারত ফের অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে ওডিআই এবং পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আসবে। এরপর দঃ আফ্রিকা আসবে ভারতে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে।