বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে নজর কেড়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স তাঁর। বিশেষ করে নো-লুক শট মন জয় করেছে ক্রিকেট প্রেমীদের। রবিবার গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারত। ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। বল হাতেও ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সেই ম্যাচে। সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলের প্রশংসা লাভ করে হার্দিক। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং ভিন্ন মত পোষণ করেছেন বাকিদের থেকে। বাংলাদেশের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পারফরম্যান্স দিয়ে কোনও ক্রিকেটারকে যাচাই করা ঠিক হবে না। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটাররা এর থেকে আরও ভালো খেলতে পারেন।
আরপি সিং বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে একজন খেলোয়াড়ের ফর্ম বিচার করা ঠিক নয়। তারা যেভাবে খেলছে, তা এই মুহূর্তে সর্বোচ্চ স্তরের নয়’। তিনি আরও বলেন, ‘হার্দিক ভালো খেলেছে, সে এমন কিছু করতে সক্ষম। কিন্তু এই দলের বিপক্ষে পারফরম্যান্সকে মাপকাঠি হিসেবে ব্যবহার করা আমার মতে ঠিক নয়। এটি একটি ভালো দলের বিরুদ্ধে বা একটি ভালো প্রতিযোগিতায় হতে পারে’। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হার্দিক। সেই বিষয় নিয়েও প্রশংসা করেন প্রাক্তন এই ভারতীয় পেসার।
তিনি বলেন, ‘যা দেখতে ভালো লাগে তা হল হার্দিক পান্ডিয়া চার ওভার বল করছে। তিনি তার পুরো কোটা বোলিং করতে পারবে কি না তা নিয়ে সবসময় প্রশ্ন ছিল কিন্তু তিনি এখন সেটা ভালো করছে। তার ব্যাটিং সবসময় ভালো ছিল, যেখানে তার উন্নতি হয়েছে তার বোলিং এবং ফিটনেস। তবে আমার মনে হয় না শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে পারফরম্যান্স দিয়ে তাকে বিচার করা ঠিক হবে, এখনও অনেক পরীক্ষা বাকি আছে’।
উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রথম ম্যাচটি রবিবার গোয়ালিয়রে অনুষ্ঠিত হয়। প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে মাত্র ১২৭ করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে হারিয়ে সেই রান তুলে নেয় ভারত। টি-২০ বিশ্বকাপের পর রোহিত বিরাটের অবসর গ্রহণ, তারপর থেকে ভারতের টি-২০ ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আর তাতেই বার বার লেটার মার্কস নিয়ে পাস করছে তরুণ ভারতীয় ক্রিকেটাররা।