দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে ভারত। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য মিনি বিশ্বকাপের খেতাব জেতে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ফের বিজয় পতাকা ওড়াতে ভারতের লেগে গেল দীর্ঘ ১২ বছর। মাঝে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারতীয় দল।
পরপর ২ বছরে বিসিসিআইয়ের ক্যাবিনেটে ঢুকল ২টি আইসিসি ট্রফি। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপের খেতাব জেতে ভারত। টিম ইন্ডিয়ার সামনে সুযোগ ছিল পরপর ৩ বছরে ৩টি আইসিসি ট্রফি জেতার। তবে ঘরের মাঠে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিতরা।
আপাতত দেখে নেওয়া যাক এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত কত টাকা পুরস্কার পেল। জেনে নেওয়া যাক রানার্স হয়ে নিউজিল্যান্ডের পকেটে ঢুকল কত টাকা। দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর পুরস্কার তালিকা:-
চ্যাম্পিয়ন:- ভারত (ট্রফি ও ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫২ লক্ষ টাকা)।
রানার্স:- নিউজিল্যান্ড (ট্রফি ও ১.১২ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ টাকা)।
ফাইনালের সেরা ক্রিকেটার:- রোহিত শর্মা (৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ৭৬ রান)।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার:- রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান ও ৩টি উইকেট)।
গোল্ডেন ব্যাট (সব থেকে বেশি রান):- রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান, ২টি হাফ-সেঞ্চুরি)।
গোল্ডেন বল (সব থেকে বেশি উইকেট):- ম্যাট হেনরি (৪টি ম্যাচে ১০টি উইকেট)।
উল্লেখ্য, প্রাইজ মানি ছাড়াও গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা করে বোনাস পয়েছে দলগুলি। ভারত গ্রুপ লিগে ৩টি ম্যাচ জিতেছে। যার অর্থ, ভারত গ্রুপ লিগের ৩টি ম্যাচ থেকে আয় করে বাড়তি প্রায় ৯০ লক্ষ টাকা।
এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা করে পাচ্ছে। সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ার ১৯ কোটি ৫২ লক্ষ, ম্যাচ জয়ের বোনাস ৯০ লক্ষ এবং টুর্নামেন্টে অংশ নেওয়ার ১ কোটি ৮ লক্ষ মিলিয়ে টিম ইন্ডিয়া পকেটে পোরে প্রায় ২১ কোটি ৫০ লক্ষ টাকা।
নিউজিল্যান্ড রানার্স হওয়ার জন্য ৯ কোটি ৭৫ লক্ষ টাকা ছাড়াও গ্রুপ লিগের ২টি ম্যাচ জয়ের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা পকেটে পোরে। সেই সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কিউয়িরা পাচ্ছে ১ কোটি ৮ লক্ষ টাকা। সুতরাং, এবারের টি-২০ বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের আয় ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৩ লক্ষ টাকা।