বাংলা নিউজ > ক্রিকেট > কোহলি ও রোহিতের অবসরের পরে টিম ইন্ডিয়ার সমস্ত কন্ট্রোল কি এখন গম্ভীরের হাতে?
পরবর্তী খবর

কোহলি ও রোহিতের অবসরের পরে টিম ইন্ডিয়ার সমস্ত কন্ট্রোল কি এখন গম্ভীরের হাতে?

টিম ইন্ডিয়ার সমস্ত কন্ট্রোল কি এখন গম্ভীরের হাতে? (ছবি : PTI)

বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর ভারতের ক্রিকেট-গঠনে এখন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন হেড কোচ গৌতম গম্ভীর। এখন সময় তরুণ প্রতিভাদের উপর আস্থা রাখার ও তার পরিকল্পনাগুলো কার্যকর করার। একমাত্র স্থায়ী জিনিস এখন পরিবর্তন।

বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর ভারতের ক্রিকেট-গঠনে এখন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন হেড কোচ গৌতম গম্ভীর। এখন সময় তরুণ প্রতিভাদের উপর আস্থা রাখার ও তার পরিকল্পনাগুলো কার্যকর করার। একমাত্র স্থায়ী জিনিস এখন পরিবর্তন।

ভারতের টেস্ট দল গত কয়েক বছর ধরেই প্রজন্মগত পরিবর্তনের দিকে এগোচ্ছিল। যখন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে দল থেকে বাদ পড়লেন, তখন থেকেই বদলের গুঞ্জন শুরু হয়েছিল। গত বছর গম্ভীরকে হেড কোচ হিসাবে নিয়োগ করা হয়েছিল এই পরিবর্তনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে। সেই প্রেক্ষিতে, কোহলি এবং রোহিতের বিদায়কে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা যেতে পারে। একটি নতুন টেস্ট ইউনিট গড়ে তোলার রূপরেখা অনুযায়ী।

এখন কেবল একটিই রাস্তা খোলা তরুণ প্রতিভাদের উপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা, যারা ভবিষ্যতে ভারতের টেস্ট দলের মেরুদণ্ড গড়ে তুলবে। এর সুফল মিলবে সময় নিয়ে। এমন পরিবর্তন ভারতীয় ক্রিকেটের জন্য নতুন নয়। ২০১৩ সালে সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার সময়, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ঠিক এক বছরের মধ্যেই সরে দাঁড়িয়েছিলেন। তখনও একই ধরনের দুশ্চিন্তা ছিল। তারপর ভারতের দল তিন বছর ধরে রূপান্তরের মধ্য দিয়ে গেছে, অবশেষে কোহলির নেতৃত্বে আবার শক্তিশালী হয়ে ওঠে।

প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম বলেন, ‘তখন আমাদের অধিনায়ক ছিলেন এমএস ধোনি। তিনি জানতেন কোন পথে দলকে নিয়ে যেতে হবে এবং কারা তার জন্য উপযুক্ত। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেহওয়াগের পরবর্তী যুগে এগোতে হবে — এ বিষয়ে পরিষ্কার ধারণা ছিল।’

তিনি আরও বলেন, ‘কোহলি, পূজারা এবং রাহানে ইতিমধ্যেই দলের চারপাশে ছিল এবং ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় তাদের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ ছিল। দল তখন জিতছিল না, কিন্তু ঠিক পথে হাঁটছিল। কোহলি যখন চার নম্বরে ব্যাটিং করা শুরু করল, তখন বোঝা গিয়েছিল ও ভবিষ্যতের মূল ব্যাটিং স্তম্ভ হয়ে উঠবে।’

এই মুহূর্তে ভারতের দলে তেমন কোনও সুস্পষ্ট নেতা নেই। কোচ গম্ভীর দায়িত্ব পেয়েছেন তাড়াতাড়ি পরিবর্তন আনার লক্ষ্যে, এবং এখন সময় এসেছে সেসব পরিকল্পনা কার্যকর করার। সাবা করিম বলেন, ‘গম্ভীর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে হবে, নতুন অধিনায়ককে বুঝতে হবে, এবং সেই অধিনায়কের ক্রিকেটের দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করতে হবে।’

আরও পড়ুন … আমি এরকম ক্রিকেটার আর দেখিনি… সচিন-ধোনির ফাঁকা জায়গা কীভাবে পূরণ করেছিলেন কোহলি?

২০১৭ সালে যখন অনিল কুম্বলে কোচ ছিলেন, তখনও তিনি শক্তিশালী ছিলেন — কিন্তু অধিনায়ক কোহলির কথাই শেষ কথা ছিল। এইবার গম্ভীরের হাতে আছে পূর্ণ ক্ষমতা, তবে তাকে সাবধানে হাঁটতে হবে। প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধী বলেন, ‘গম্ভীর জানে সে কোন ধরণের ক্রিকেট খেলাতে চায়। তবে সে যদি খেলোয়াড়দের ক্ষমতায়ন করে এবং দলে নেতৃত্ব সৃষ্টির পরিবেশ তৈরি করে, তবে সে সফল হবে। আমি নিশ্চিত সে ঋষভ পন্তের মতো খেলোয়াড়কে পাশে দাঁড় করাবে, বিশেষ করে ইংল্যান্ড সফরের মতো কঠিন সময়ে।’

আরও পড়ুন … ম্যাক্সওয়েলের আপনার সঙ্গে বিয়ে হয়নি বলেই কি… প্রশ্ন শুনে কী উত্তর দিলেন প্রীতি?

বোলিং রিসোর্স পুনর্গঠন

শুধু কোহলি আর রোহিতের জায়গা পূরণ করাই নয় — ভারতের অতীতে যে দুর্দান্ত পেস আক্রমণ ছিল, তা এখন ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব — এই পেসাররা দীর্ঘদিন দলে ধারাবাহিকতা এনেছিলেন।

সাবা করিম বলেন, ‘এই পেসারদের আগেই চিহ্নিত করা হয়েছিল এবং দীর্ঘমেয়াদে প্রস্তুত করা হয়েছিল। শুরুতে তারা বিদেশে সফল হতে পারেনি। কিন্তু একবার কোহলি সিদ্ধান্ত নিল যে সে পাঁচ বোলার খেলাবে, তখন থেকেই চিত্রটা বদলে যায়। একইভাবে, যদি আপনি হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ ও আর্শদীপ সিং-কে ভবিষ্যতের জন্য ভাবেন, তাহলে তাদের নিয়েই কাজ করতে হবে।’

আরও পড়ুন … গিল অনভিজ্ঞ, BCCI-এর বুমরাহকেই নেতা করা উচিত কিন্তু… কেন এমন বললেন মইন আলি?

দেবাং গান্ধী মনে করিয়ে দিয়ে বলেন, কীভাবে ২০২০ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে 'এ' টিম প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছিল। তিনি বলেন, ‘আমরা আটটি 'এ' সফরে গিয়েছিলাম এবং দ্রাবিড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যাকআপ তৈরি করেছি। সিরাজ, শার্দুল, নবদীপ সাইনি প্রস্তুত ছিল। এখন রেড বল 'এ' সফরে আরও মনোযোগ দিতে হবে। সাদা বলের দল নিজেই তৈরি হয়ে যাবে আইপিএল-এর কারণে।’

পেস আক্রমণের জোরালো আলোচনার মাঝেই স্পিন বিভাগে অভাব থেকে যাচ্ছে। করিম বলেন, ‘আমরা অশ্বিন এবং জাডেজাকে বেছে নিয়েছিলাম এবং ফলও পেয়েছি। এখন হয়তো কুলদীপ যাদবকে আরও খেলার সুযোগ দিতে হবে এবং সাই কিশোর, ওয়াশিংটন সুন্দরদেরও তৈরি করতে হবে।’ এখন ভারতের টেস্ট দলের সামনে কঠিন পথ। এই সময় ধৈর্য আর ধারাবাহিকতা-ই ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।

Latest News

শুধু জনপ্রিয়তা নয়, ‘মৃগয়া’ সৌরভের কাছে এনে দিল হারিয়ে যাওয়া পুরনো বন্ধুকেও বাংলাদেশ ও পাক যুদ্ধে ব্যবহার হয়েছিল, ভারতীয় বায়ুসেনার রানওয়ে ‘বেচে দিল’ মা-ছেলে বিয়ে ভাঙছে দীপ্সিতা-কৌশিকের! ‘সব রকম ভাবে চেষ্টা করেও…’, লিখলেন অভিনেত্রী কসবা মন্তব্যে ক্ষমা চেয়ে চিঠি মদনের, কী বলছে বিজেপি? 'ছাত্রীদের ভয় দেখিয়ে তার সঙ্গে মন্দারমণিতে বেড়াতে যেতে বাধ্য করত মনোজিত' হেঁশেলে কালো স্ল্যাব থাকলে সাবধান! শনি-রাহুর সঙ্গে বাস্তু দোষের শিকার হতে পারেন বুধে শুরু দ্বিতীয় টেস্ট! সমতা ফেরানোর ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে টেলেন্ডাররা অতিরিক্ত শূন্যপদে নিয়োগেও নেওয়া হয়েছিল টাকা, হাইকোর্টে বিস্ফোরক দাবি CBIএর মেঘালয়ে ফের নৃশংস হত্যাকাণ্ড! বাবার সামনে প্রেমিকার গলা কেটে খুন যুবকের ৯০ তম জন্মদিনের আগেই উত্তরসূরি ঘোষণা দলাই লামার

Latest cricket News in Bangla

বুধে শুরু দ্বিতীয় টেস্ট! সমতা ফেরানোর ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে টেলেন্ডাররা এখনই অবসর নয়! ২০২৭ WTC ফাইনাল জিতে এবারের হারে যন্ত্রণা মেটাতে চান নাথান লিয়ন প্রথম ইনিংসে ৮২০ রান, নিজেদের কাউন্টি ইতিহাসে ১২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙল সারে এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে অনেক সাহস দেখাতে হবে! গিলদের বার্তা শাস্ত্রীর রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে হার বৈভব-আয়ুষদের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশ যুব দল DPL-এ খেলতে চলেছেন সেহওয়াগ-পুত্র! খেলবেন বিরাটের আত্মিয়! ৫ জুলাই হবে নিলাম! শ্রেয়স, শামিদের বাদ দিয়ে দল নির্বাচন! ইংল্যান্ডে ভারত গাড্ডায়, সমালোচিত আগরকর ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৫ সিরিজ হারলেও গম্ভীরে ভরসা অটুট থাকবে! অকপট বোর্ড কর্তা একজনের সঙ্গে নয়, বহু মহিলার সঙ্গে ফষ্টনষ্টি করেছে যশ! বিস্ফোরক নির্যাতিতা সিরিজ চলাকালীন জাদেজার অবসর উদযাপন বুমরাহ-পন্তের! দেখে ভারতীয় তারকা যা করলেন!

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.