পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > Coronavirus Update: ধারাভিতে করোনা আক্রান্তের হদিশ, সিল করা হল আট বিল্ডিং
যে ভয়টা ছিল, সেটাই ছিল। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে এক করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলল। তারপরই এলাকার আটটি বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারপর ডাক্তার বালিগা নগরের এসআরএ কলোনির আটটি বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে। ওই বিল্ডিংগুলির একটিতেই করোনা আক্রান্ত ব্যক্তি থাকেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের খবর, ইতিমধ্যে বৃহন্মুম্বই পুরনিগমের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।