আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সামনে এল আরও এক বিস্ফোরক অভিযোগ। রবিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা। সেই সাক্ষাতের পরই চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিস্ফোরক দাবি করলেন। তাঁর অভিযোগ, মৃতার মা তাঁদের জানিয়েছেন, কেসটি ধামাচাপা দিতে পুলিশের এক উচ্চ-পদস্থ আধিকারিক তাঁদের টাকা দিতে চেয়েছিলেন। (আরও পড়ুন: নির্যাতিতার ঘাড়ে চাপিয়েছিলেন দোষ,আরজি করের সেই অধ্যক্ষকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু)
আরও পড়ুন: 'মায়ের সাথে কথা হল...', হাসিনার 'বিবৃতি' ঘিরে রহস্য, নয়া দাবি পুত্র জয়ের
এই বিষয়ে ডঃ সুবর্ণ গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'নির্যাতিতার পরিবার ক্ষুব্ধ কারণ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে জানান মেয়েটি আত্মহত্যা করেছেন। সেটা ওঁরা কোনও ভাবেই মেনে নিতে পারেননি। নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কোনও বিষয় রয়েছে। নয়ত ওরা কেন আত্মহত্যার কথা বলেছিল? শুধু তাই নয়, মৃতার মা এটাও বলছেন, পুলিশের একজন পদাধিকারী ওনাদের টাকা-পয়সা অফার করেছিলেন। যা শুনে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ধামাচাপা দেওয়ার না থাকলে টাকার অফার কেন করবেন? মৃতা মা এও আমাদের জানালেন, মেয়েটির তখন সৎকারও হয়নি সেই সময় টাকা পয়সা অফার করা হয়েছে। আর এখন বাড়ির লোক এই ঘটনাকে গণধর্ষণ বলে দাবি করছেন। এই ঘটনা একা করা সম্ভব নয়।'